ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার কুসুমদি গ্রামের বাসিন্দা প্রবীণ আওয়ামী লীগ নেতা উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি ওবীর মুক্তিযোদ্ধা মো, রোকন উদ্দিন মারা গেছেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)। সোমবার সকালে নিজ বাড়িতে মারা যান। তিনি দীর্ঘদিন বার্ধক্যজতিন রোগে ভূগছিলেন।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী, ৮ ছেলে, দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বিকেলে জানাজা শেষে তার লাশ মিঠাপুর কবরস্থানে রাষ্ট্রয়ী মর্যাদায় দাফন করা হবে।
বীর মুক্তিযোদ্ধা মো. রোকন উদ্দিন সদর ইউনিয়নের একাধিক বার নির্বাচিত ইউপি সদস্য ছিলেন। তিনি দির্ঘ ৪০ বছর ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
রোকন উদ্দিনের বড় ছেলে নূর ইসলাম উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। মেজ ছেলে শেখ দেলোয়ার হোসেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের আহবায়ক। সেজ ছেলে ওমর আলী প্রবাসী ও আলফাডাঙ্গা ক্লাবের সভাপতি। তার আরেক সন্তান কামরুল ইসলাম উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক।
প্রবীণ এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে জাতীয় ও স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খীরা গভীর শোক জানিয়েছেন।
প্রিন্ট