আমদানি নিষিদ্ধ ভারতীয় ১২১ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ বাঘা উপজেলার আলাইপুর (গাবতলী পাড়া) গ্রামের আকরাম আলীর ছেলে আব্দুর রউফ @ ঝুন্টু (৩৮) কে গ্রেপ্তার করেছে রাজশাহীর র্যাব-৫।
সোমবার (১৬ অক্টোবর ২০২৩) দুপুর আড়াইটায় র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল অভিযান চালিয়ে ১২১ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়, নিজ বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছিল আব্দুর রউফ @ ঝুন্টু । গোপন সুত্রে তার বসতবাড়ীতে পৌঁছা মাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাবের টিম ঘটনাস্থলেই তাকে আটক করে এবং ফেন্সিডিল উদ্ধার করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাঘা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
প্রিন্ট