ফরিদপুরের আলফাডাঙ্গায় ভয়াবহ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম।
রোববার (১৫ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়বাগ, মালা, তিতুরকান্দি, কৃষ্ণপুর এবং সদর ইউনিয়ন ব্রাহ্মণ জাটিগ্রাম ও বিদ্যাধর গ্রামের ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে অসহায় মানুষের সাথে দেখা করে ১৩১ টি ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগিতা করেন কাজী সিরাজুল ইসলাম ।
এসময় আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সোলাইমান আহমেদ, টগরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী কামরুল ইসলাম, বোয়ালমারী উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আকরামুজ্জামান রুকু, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক হাসমত হোসেন তালুকদার তপন, উপজেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক হাসিনা বেগম ও আলফাডাঙ্গা সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ইউপি সদস্য সৈয়দ শরিফুল ইসলামসহ আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে উপজেলার ছয়টি গ্রামে মাত্র ৩০ সেকেন্ডের ভয়াবাহ ঝড়ে লন্ডভন্ড হয়ে যায়। এসময় কয়েকশত বসতঘর ভেঙে ও গাছ উপড়ে পড়ে। ক্ষতিগ্রস্ত অনেকেই খোলা আকাশের নিচে ও আশপাশের বাড়িতে স্থান নেয়।
প্রিন্ট