ফরিদপুরের বোয়ালমারীতে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পূজা কমিটি ও রাজনীতিবিদ, সাংবাদিক ও সুধী জনের সাথে পুলিশ মতবিনিময় সভার আয়োজন করেন।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) থানা প্রঙ্গণে সকাল ১১টায় মতবিনিময় সভা শুরু হয়ে দুপুর সাড়ে তিনটায় শেষ হয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল ওহাব এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর পুলিশ সুপার মো. শাহজাহান।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পূজা শুরুর আগে মন্দিরে সিসি ক্যামেরা প্রতিস্থাপন করে নিজের ভেতর থেকে স্বেচ্ছাসেবক গঠন করতে হবে। মন্দির সুরক্ষা এবং পাহারা রাখতে গ্রাম পুলিশ, আনসার, ও পুলিশের বিশেষ টিম পর্যবেক্ষণ থাকবেন। তার পরেও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে থানার ওসি অথবা এসপির মোবাইল নাম্বারে কল দিন। পুলিশি সেবা সবার জন্য উন্মুক্ত।
১২৭ টি পূজা মন্ডবের সভাপতি সাধারণ সম্পাদকদের উদ্দেশ্যে বলেন, দশমীতে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে। কোন প্রকার মাদক সেবন, মন্দির প্রাঙ্গণে ডিজে গান পরিবেশন করা যাবেনা। সবাইকে সতর্ক থাকতে হবে। সভায় উপস্থিতি সকলকে উদ্দেশ্যে বলেন, কেউ মন্দিরের আশপাশে অথবা বাহিরে বিশৃঙ্খলা, বা মাতলামো করলে তাকে পুলিশ গ্রেফতার করতে বাধ্য হবে। তাদের ব্যাপারে আপনারা সুপারিশ করবেননা।
উপপরিদর্শক উত্তম কুমার সেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মধুখালী সার্কেলের এএসপি মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামল সাহা, সাধারণ সম্পাদক রবিন কুমার লস্কার, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, চতুল ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।
পূজা উদযাপন কমিটির তথ্যে জানা যায় বোয়ালমারী উপজেলায় মোট ১২৭টি মন্দিরে পূজা উদযাপন করা হবে। বোয়ালমারী পিআইও অফিসের মাধ্যমে প্রত্যেক মন্দিরে ১ হাজার কেজি চাউল বিতরণ করা হয়।
প্রিন্ট