ফরিদপুর পৌরসভার আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ফরিদপুর পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। স্থানীয় ২৭ টি ওয়ার্ড কে নিয়ে শহরের মোট তিনটি মাঠে লিগ পদ্ধতিতে এই টুর্নামেন্ট শুরু হচ্ছে।
এ উপলক্ষে আজ শনিবার শেখ জামাল স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন ফরিদপুরের পৌরসভার মেয়র অমিতাভ বোস।
এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন গত দু’বছরের মতো এ বছরেও এ প্রতিযোগিতা শুরু হচ্ছে। মূলত যুব সমাজ যাতে খেলাধুলা নিয়ে সারা বছর ব্যস্ত থাকতে পারে তার জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়ে।
এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর পৌরসভার ১১ নং ওয়ার্ড কাউন্সিলর ও ১ নং প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনি, ফরিদপুর পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর কুদ্দুসুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চুন্নু। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর পৌরসভার সচিব তানজিলুর রহমান।
এরপর প্রতিযোগিতার একমাত্র খেলায় ১১ নং ওয়ার্ড ও ওয়ার্ডের খেলাটি ১-১ গোলে ড্র হয়। এতে ১১ নং ওয়ার্ডের পক্ষে জুনায়েদ এবং ২ নং ওয়ার্ডের পক্ষে রবিন নিজ নিজ দলের পক্ষে গোল করেন। প্রতিযোগিতায় ম্যান অব দ্যা নির্বাচিত করা হয় ১১ নং ওয়ার্ডের অধিনায়ক প্রশান্তকে।
গুরুত্বপূর্ণ এ খেলাটি পরিচালনা করেন রেফারি রেজাউল করিম, লাইন্স ম্যান মিনার বিশ্বাস ও কামরুল হাসান । চতুর্থ রেফারি আবুল কাশেম ভোলা।
- আরও পড়ুনঃ পূর্ব সত্রুতার জেরে রাধাপদ রায়কে মারধর,আসামী গ্রেফতারঃ ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা
আগামী ১১ অক্টোবর থেকে শহরের রাজেন্দ্র কলেজ মাঠে ১৭ এবং ২৬ নং ওয়ার্ডের খেলা হবে একই সময়ে ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে ১২ এবং ২৩ নং ওয়ার্ডের খেলা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতার তৃতীয় ভেন্যু নির্বাচন করা হয়েছে কোমরপুর এম এ আজিজ ইনস্টিটিউশন মাঠে। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক এই খেলাটি উপভোগ করেন।
প্রিন্ট