ভেড়ামারা উপজেলার বারদাগ এলাকার পুকুরের পানিতে ডুবে দুইটি শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো- বারদাগ এলাকার মো. মাসুমের ছেলে মুস্তাফিজুর রহমান (১০) ও ষোলদাগ এলাকার বকুলের ছেলে সিয়াম (১২)। মৃত দুই শিশু সম্পর্কে আপন খালাতো ভাই। সিয়াম ষষ্ঠ শ্রেণি ও মুস্তাফিজুর পঞ্চম শ্রেণির ছাত্র ছিল বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে নেমে সবার অগোচরে পানিতে ডুবে যায় মুস্তাফিজুর ও সিয়াম। পরে দু’জনের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তাদের উদ্ধার করে।
খবর পেয়ে স্বজনরা দুই শিশুকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জালাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রিন্ট