বিশ্ব শিক্ষক দিবসের এই দিনে চির বিদায় নিলেন রাজশাহীর বাঘা উপজেলার শাহদৌলা সরকারি কলেজের ইংরেজী বিভাগের শিক্ষক, সহকারি অধ্যাপক, বিশিষ্ট সমাজ নুরুল ইসলাম সরকার। বৃহসপতিবার (৫ অক্টোবর) সকাল সোয়া ৮টায় উপজেলার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট গ্রামের নিজ বাড়িতে ৮৫ বছর বয়সে তিনি মৃত্যু বরন করেছেন। (ইন্নালিল্লাহি—রাজিউন)।
তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণমুগ্ধ শিক্ষার্থী, পরিবার পরিজনসহ বহু গুনগ্রাহি রেখে যান। বাদ মাগরিব এলাকার আব্দুল গনি মহা বিদ্যালয় মাঠে জানাযার নামাজ শেষে এলাকার কবরস্থানে দাফন করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কলেজটির অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) আবু বকর সিদ্দিক জানান,১৯৭৮ সালের ২৮ নভেম্বর কলেজে যোগদান করেন। অবসরে যান ২০১২ সালের ৩১ ডিসেম্বর। শিক্ষকতা জীবনে সাদা মাটা জীবন যাপন করতেন। কখনো পায়ে হেটে,কখনো বাই সাইকেলে করেজে আসা যাওয়া করতেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান, কলেজটির শিক্ষক-কর্মচারি,জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
পারিবারিক সুত্রে জানা যায়,মরহুমের বড় ছেলে শিমুল সরকার নাটক নির্মাতা পরিচালক।
প্রিন্ট