গত (৩০ সেপ্টেম্বর) মনোহরদীতে গোপন সংবাদের ভিত্তিতে। নরসিংদী জেলা গোয়েন্দা শাখা ডিবির অভিযানে, মনোহরদী বাজারের ব্যবসায়ী শীতল সাহাসহ তিন জনকে ৪০ বোতল বিদেশী মদসহ গ্রেফতার করা হয়। রোববার দিনভর অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশের একটি চৌকস দল।
শনিবার রাতে নরসিংদীর ডিবি পুলিশের অভিযানে, মনোহরদী বাজারের ব্যবসায়ী শীতল সাহা (৩৮) মাদক বিক্রি করতো সেই গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
নরসিংদী ডিবির ওসি খোকন চন্দ্র সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল। শনিবার ভোর ৫ টার দিকে মনোহরদী বাস্ষ্ট্যান্ড থেকে, ঝালখালি গ্রামের রাসেল (২৫) নামের এক যুবককে ১৫ বোতল বিদেশী মদসহ গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য অনুযায়ী বিদেশি মদ বিক্রির ডিলার, মনোহরদী বাজারের ব্যবসায়ী শীতল চন্দ্র সাহা (৩৮) ডিবি পুলিশের একটি চৌকস দল তাকে গ্রেফতার করে।
শীতল সাহা মুদী মনোহারী দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো বলে জানা গেছে। তাকে গ্রেফতারের পর তার স্বীকারোক্তি অনুযায়ী, ডিবি পুলিশের অভিযানে হাতিরদীয়া বাসষ্ট্যান্ড এলাকা থেকে। গাজীপুরের কালিগন্জ উপজেলার বারিয়াদি গ্রামের আবুল কালাম (২৫) গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে মনোহরদী থানায় মামলার প্রক্রিয়াধীন ও আসামীরা ডিবির হেফাজতে রয়েছেন, বলেও ডিবির ওসি খোকন চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেন।
প্রিন্ট