শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, মাগুরায় জেলাভিত্তিক অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ৩য় ধাপ(পুরুষ)-২০২৩ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- মাগুরা জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি চন্দন দেবনাথ। ২১ দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রশিক্ষণে ৭০ জন আনসার সদস্যকে অস্ত্রসহ প্রশিক্ষণ দেয়া হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, আসন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন দিবস ও অনুষ্ঠানে আনসার সদস্যদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
এছাড়া আগামী অক্টোবর ও নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য দুটি বড় ধর্মীয় অনুষ্ঠানেও তাদের সক্রিয় অবস্থায় থাকতে হবে। জেলা প্রশাসক এ সময় আনসার ও ভিডিপি সদস্যদের বিভিন্ন কৃতিত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন।
অতীতের মতো ভবিষ্যতেও আনসার সদস্যরা পেশাদারিত্বের সাথে তাদের কার্যক্রম অব্যাহত রাখবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রিন্ট