ফরিদপুরের বোয়ালমারীতে ইঞ্জিনিয়ার ড. শফিউদ্দীন আহমেদ স্কুল এন্ড কলেজে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বুধবার দুপুর সাড়ে বারোটায় উপজেলার ময়না ইউনিয়নের পূর্বমুরাইল গ্রামের অবস্থিত ইঞ্জিনিয়ার ড. শফিউদ্দীন আহমেদ স্কুল এন্ড কলেজের আঙ্গিনায় শতাধিক বৃক্ষ রোপণ করা হয়।
ইঞ্জিনিয়ার ড. শফিউদ্দীন আহমেদ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার ড. শফিউদ্দীন আহমেদ এর সভাপতিত্বে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অত্র কলেজের অধ্যক্ষ সিমা খানম, সহকারি অধ্যক্ষ মো. রাজু ইসলাম, সমাজ সেবক সৌদি প্রবাসী মো. আশরাফুজ্জামান মিলন, বোয়ালমারী বিআরডিবির চেয়ারম্যান মো. নবীর হোসেন চুন্নু মিয়া, অত্র কলেজের বিদ্যুৎসাহী সদস্য সৌদি প্রবাসী ও সমাজ সেবক মো. ইমদাদুল হক মিলন, এসডিসির প্রোগ্রামার শাহিনা আক্তার জেবা, গুনবহা ইউপি সদস্য আলমগীর হোসেন, মো. আবিয়ার রহমান, মো. শামীম মিয়া প্রমুখ।
এ সময় অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট