কুষ্টিয়ার খোকসায় ৫০ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। মঙ্গলবার বিকেলে খোকসা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রিড়া সমিতির কর্তৃক আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন খান, উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন, খোকসা সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জাম, ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, শোমসপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইভিন আরা বেগম, বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জমির, ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, জয়ন্তীহাজরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, ফুলবাড়ী মাধ্যমিক বিদ্যালযয়ের প্রধান শিক্ষক ফজলুল হক প্রমুখ।
খেলাটির ধারাভাষ্য প্রচার করেন শোমসপুর মাধ্যমিক বিদ্যালয় সরকারি শিক্ষক আবুল বাশার। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলর বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ। সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার।
সমাপনী দিনে বালিকাদের ফুটবল খেলায় বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয় ২-০ গোলে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় কে পরাজিত করেন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। অপরদিকে বালকদের ফুটবল খেলায় খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
প্রিন্ট