ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

টাকা হলেই নরসিংদীতে জাতীয় পরিচয়পত্রে বাড়বে বয়স!

ভুল হলেই জাতীয় পরিচয় পত্রে সংশোধনের জন্য সাধারণ মানুষকে পোহাতে হয় নানা ভোগান্তি। উপযুক্ত তথ্য-প্রমান দিলেও হয়রানি হতে হয়, বছরের পর বছর। বয়স কমানো ও বাড়ানো সাধারণ মানুষের জন্য দুঃসাধ্য বিষয়। কিন্তু টাকা দিলেই নির্দিষ্ট দালালের মাধ্যমে সেটা একদম সহজ। মাত্র দেড় মাস সময়ের মধ্যেই ৬০ হাজার টাকার বিনিময়ে চার বছর বাড়িয়েছে।
নরসিংদী বেলাব উপজেলার কান্দােয়া গ্রামের আলভী সরকার রাব্বি নামক এক যুবক।এ কাজটি করেছে পলাশ উপজেলার সোহাদ নামের এক দালাল। অনলাইন জন্ম নিবন্ধন ও এফিডেভিট করার মাধ্যমে বাড়ানো হয়েছে চার বছর বয়স।আলভী সরকার রাব্বির, ভোটার আইডি নং-২৪২২৯৭৪৬০৬। প্রথম ভোটার আইডি কার্ডে জন্ম তারিখ দেখানো হয়েছে ৯ নভেম্বর ২০০৫।
কিন্তু সেটি পরিবর্তন করে নতুন ভোটার আইডি কার্ডে জন্ম তারিখ হয়েছে ৯ই নভেম্বর ২০০১। অর্থাৎ নতুন জাতীয় পরিচয় পত্রে তার চার বছর বয়স বাড়ানো হয়েছে ।
এ বিষয়ে কথা হয় দালাল  সোহাদের সাথে। সে মোবাইলে জানায়, টাকা দিলেই এগুলি করতে পারবে সে। তবে এই কাজটি থেকে খুব একটা লাভ হয়নি তার। কারণ টাকার বেশিরভাগই অংশ চলে যায় নির্বাচন অফিসারদের পকেটে।
এ বিষয়ে কথা হয় সরেজমিন নরসিংদী জেলা নির্বাচন কমিশনার মোহাম্মদ রবিউল আলম এর সাথে। পাঁচ বছর পর্যন্ত বয়স কমানো – বাড়ানো তার এখতিয়ারে থাকলেও এই কাজটি নাকি তিনি করেননি। ঢাকা থেকে কাজটি করানো হয়েছে। দালাল কে তিনি চিনতে পারছেন না। তিনি টাকা নিয়ে কোন কাজ করেন না বলে আমাদের জানান।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়টি নজরে নিয়ে, এর সাথে জড়িত সকল দালালকে আইনের আওতায় এনে, সত্য অনুসন্ধানে তৎপর হবেন এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

টাকা হলেই নরসিংদীতে জাতীয় পরিচয়পত্রে বাড়বে বয়স!

আপডেট টাইম : ০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :
ভুল হলেই জাতীয় পরিচয় পত্রে সংশোধনের জন্য সাধারণ মানুষকে পোহাতে হয় নানা ভোগান্তি। উপযুক্ত তথ্য-প্রমান দিলেও হয়রানি হতে হয়, বছরের পর বছর। বয়স কমানো ও বাড়ানো সাধারণ মানুষের জন্য দুঃসাধ্য বিষয়। কিন্তু টাকা দিলেই নির্দিষ্ট দালালের মাধ্যমে সেটা একদম সহজ। মাত্র দেড় মাস সময়ের মধ্যেই ৬০ হাজার টাকার বিনিময়ে চার বছর বাড়িয়েছে।
নরসিংদী বেলাব উপজেলার কান্দােয়া গ্রামের আলভী সরকার রাব্বি নামক এক যুবক।এ কাজটি করেছে পলাশ উপজেলার সোহাদ নামের এক দালাল। অনলাইন জন্ম নিবন্ধন ও এফিডেভিট করার মাধ্যমে বাড়ানো হয়েছে চার বছর বয়স।আলভী সরকার রাব্বির, ভোটার আইডি নং-২৪২২৯৭৪৬০৬। প্রথম ভোটার আইডি কার্ডে জন্ম তারিখ দেখানো হয়েছে ৯ নভেম্বর ২০০৫।
কিন্তু সেটি পরিবর্তন করে নতুন ভোটার আইডি কার্ডে জন্ম তারিখ হয়েছে ৯ই নভেম্বর ২০০১। অর্থাৎ নতুন জাতীয় পরিচয় পত্রে তার চার বছর বয়স বাড়ানো হয়েছে ।
এ বিষয়ে কথা হয় দালাল  সোহাদের সাথে। সে মোবাইলে জানায়, টাকা দিলেই এগুলি করতে পারবে সে। তবে এই কাজটি থেকে খুব একটা লাভ হয়নি তার। কারণ টাকার বেশিরভাগই অংশ চলে যায় নির্বাচন অফিসারদের পকেটে।
এ বিষয়ে কথা হয় সরেজমিন নরসিংদী জেলা নির্বাচন কমিশনার মোহাম্মদ রবিউল আলম এর সাথে। পাঁচ বছর পর্যন্ত বয়স কমানো – বাড়ানো তার এখতিয়ারে থাকলেও এই কাজটি নাকি তিনি করেননি। ঢাকা থেকে কাজটি করানো হয়েছে। দালাল কে তিনি চিনতে পারছেন না। তিনি টাকা নিয়ে কোন কাজ করেন না বলে আমাদের জানান।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়টি নজরে নিয়ে, এর সাথে জড়িত সকল দালালকে আইনের আওতায় এনে, সত্য অনুসন্ধানে তৎপর হবেন এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।

প্রিন্ট