ঝালকাঠির নলছিটিতে ৫০ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১সেপ্টেম্বর) সকালে নলছিটি উপজেলা চায়না মাঠে সকাল ১০টার সময় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে এ ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্ধোধন ঘোষনা করা হয়।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহীন ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা বেগম।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আলমগীর হোসেন আলো, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল বাশার তালুকদার, পৌর কাউন্সিলর বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নান্নু মিয়া, শিক্ষক জাকির হোসেন প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলা পরিচালনায় ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকগণ।
প্রিন্ট