ঢাকা , সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভোটের সমীকরণে চেয়ারম্যান প্রার্থী বিমল বিশ্বাস এগিয়ে Logo যশোরের মনিরামপুরে ডাকাতির ঘটনায় আটক ৪, পিকআপ জব্দ Logo ভূরুঙ্গামারীতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী ও কর্ম কর্তাদের কর্মবিরতি Logo ফিলিস্তিনিদের উপর ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদ ও স্বাধীন রাষ্ট্রের মর্যাদা প্রদানের দাবীতে সমাবেশ  Logo আমতলীতে ডলার ও রিয়াল প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার Logo নলছিটিতে বারি তিল-৪ এর বাম্পার ফলন Logo লন্ডনে শহীদ জননীর জন্মবার্ষিকী অনুষ্ঠান Logo কালুখালী উপজেলা বিএনপির সম্মেলনে সভাপতি লুৎফর, সম্পাদক রুমা নির্বাচিত Logo জনসমর্থন না থাকায় বিএনপি নির্বাচন থেকে দূরে থাকছে – হানিফ Logo কর্মবিরতিতে কুষ্টিয়া পল্লী বিদ্যুতের কর্মচারীরা
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

মহম্মদপুরে বিএনপি’র মিছিল থেকে পুলিশের উপর হামলা

গাড়ি ভাংচুর ৬ পুলিশ কর্মকর্তা আহত, আটক ৩, আ’লীগের প্রতিবাদ মিছিল

মাগুরার মহম্মদপুরে শুক্রবার বিকেলে বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত মিছিল থেকে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশের উপর হামলা ও তাদের ব্যবহৃত একটি ভ্যান গাড়ি এবং তিনটি মটরসাইকেল ভাংচুর করেছে। এ ঘটনায় পুলিশের সাথে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় থানার ওসি তদন্তসহ ৫ পুলিশ অফিসার ও একজন কনেষ্টবেল আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনার পর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।

 

মহম্মদপুর থানার এসআই রবিউল ইসলাম বলেন, বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে উপজেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, সদস্য সচিব আক্তারুজ্জামান এবং বিএনপি নেতা জাহাঙ্গীর আলাম খাঁন বাচ্চুর নেতৃত্বে আমিনুর রহমান কলেজ এলাকা থেকে একটি মিছিল বের হয়ে শহরে প্রবেশ করলে পুলিশের বাধার সম্মুখিন হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে নেতা-কর্মীরা পুলিশের উপর চড়াও হয় হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

 

এ সময় বিএনপি নেতা-কর্মীরা দ্বায়িত্বরত পুলিশের উপর লাঠি সোটা এবং ইট পাটকেল নিক্ষেপ করে আক্রমন শুরু করেন। পুলিশের ওসি তদন্ত মুন্সি রাসেলসহ এসআই তারেক, এএসআই ফারুক, এএসআই আজিবর, কনেষ্টেবল হাফিজুর রহমান, সুজায়েদ গুরুতর আহত হলে তাদের কে মহম্মদপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় পুলিশের একটি ভ্যান গাড়ি এবং তিনটি মটরসাইকেল ভাংচুর করে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।

 

সংঘর্ষ চলাকালিন সময়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আরিফুজ্জামান মিল্টন, তারিখ শিকদার, রতন মন্ডল, নাবিদুলসহ বেশ কয়েকজন নেতা-কর্মী গুরুতর আহত হলে তাদের কে ফরিদুপর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপি’র তিন নেতা-কর্মীকে আটক করেছে।

এ ঘটনার পর মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নানের নেতৃত্বে একটি বিশাল প্রতিবাদ মিছিল শহরের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে আ’লীগের কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।

 

বক্তব্য রাখেন আব্দুল মান্নান, সুজন শিকদার, সাজ্জাদুর রহমান সাগর।

 

প্রতিবাদ মিছিল চলাকালিন সময়ে বিক্ষুব্ধ কর্মী সমর্থকরা শহরে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর করে।

এরপর শহরের ব্যবসা প্রতিষ্ঠান কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। এ ঘটনার পর থেকে শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে। উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী শহর ঘুরে হ্যান্ড মাইকে সবাই কে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন। সদর বাজারসহ আশে পাশের বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

গাড়ি ভাংচুর এবং পুলিশের উপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জন কে আটক করেছে থানা পুলিশ। খবর পেয়ে মাগুরার পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ ওসি বোরহান উল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে। এবং তাদের আটক করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভোটের সমীকরণে চেয়ারম্যান প্রার্থী বিমল বিশ্বাস এগিয়ে

error: Content is protected !!

মহম্মদপুরে বিএনপি’র মিছিল থেকে পুলিশের উপর হামলা

আপডেট টাইম : ১২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩

মাগুরার মহম্মদপুরে শুক্রবার বিকেলে বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত মিছিল থেকে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশের উপর হামলা ও তাদের ব্যবহৃত একটি ভ্যান গাড়ি এবং তিনটি মটরসাইকেল ভাংচুর করেছে। এ ঘটনায় পুলিশের সাথে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় থানার ওসি তদন্তসহ ৫ পুলিশ অফিসার ও একজন কনেষ্টবেল আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনার পর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।

 

মহম্মদপুর থানার এসআই রবিউল ইসলাম বলেন, বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে উপজেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, সদস্য সচিব আক্তারুজ্জামান এবং বিএনপি নেতা জাহাঙ্গীর আলাম খাঁন বাচ্চুর নেতৃত্বে আমিনুর রহমান কলেজ এলাকা থেকে একটি মিছিল বের হয়ে শহরে প্রবেশ করলে পুলিশের বাধার সম্মুখিন হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে নেতা-কর্মীরা পুলিশের উপর চড়াও হয় হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

 

এ সময় বিএনপি নেতা-কর্মীরা দ্বায়িত্বরত পুলিশের উপর লাঠি সোটা এবং ইট পাটকেল নিক্ষেপ করে আক্রমন শুরু করেন। পুলিশের ওসি তদন্ত মুন্সি রাসেলসহ এসআই তারেক, এএসআই ফারুক, এএসআই আজিবর, কনেষ্টেবল হাফিজুর রহমান, সুজায়েদ গুরুতর আহত হলে তাদের কে মহম্মদপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় পুলিশের একটি ভ্যান গাড়ি এবং তিনটি মটরসাইকেল ভাংচুর করে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।

 

সংঘর্ষ চলাকালিন সময়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আরিফুজ্জামান মিল্টন, তারিখ শিকদার, রতন মন্ডল, নাবিদুলসহ বেশ কয়েকজন নেতা-কর্মী গুরুতর আহত হলে তাদের কে ফরিদুপর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপি’র তিন নেতা-কর্মীকে আটক করেছে।

এ ঘটনার পর মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নানের নেতৃত্বে একটি বিশাল প্রতিবাদ মিছিল শহরের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে আ’লীগের কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।

 

বক্তব্য রাখেন আব্দুল মান্নান, সুজন শিকদার, সাজ্জাদুর রহমান সাগর।

 

প্রতিবাদ মিছিল চলাকালিন সময়ে বিক্ষুব্ধ কর্মী সমর্থকরা শহরে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর করে।

এরপর শহরের ব্যবসা প্রতিষ্ঠান কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। এ ঘটনার পর থেকে শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে। উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী শহর ঘুরে হ্যান্ড মাইকে সবাই কে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন। সদর বাজারসহ আশে পাশের বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

গাড়ি ভাংচুর এবং পুলিশের উপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জন কে আটক করেছে থানা পুলিশ। খবর পেয়ে মাগুরার পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ ওসি বোরহান উল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে। এবং তাদের আটক করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।