কুষ্টিয়ার খোকসায় জেলা প্রশাসক সম্মেলন-২০০৩ এ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদপ্ত নির্দেশ মোতাবেক সমগ্র কুষ্টিয়া জেলায় তাল গাছের বীজ বপনের অংশ হিসেবে খোকসা উপজেলায় তাল গাছের বীজ বপন উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শিমুলিয়া ইউনিয়নের ইসলাম পুর থেকে জানিপুর ইউনিয়নের ঈশ্বরদি পর্যন্ত তালগাছের বীজ বপন উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার।
অনুষ্ঠানে সভাপতি করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। এ সময়ে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বিধান চন্দ্র হালদার, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা, জানিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মজিদ, শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, বেতবাড়িয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম জমির প্রমুখ। উদ্বোধনী দিনে দুই হাজার তাল গাছের বীজ বপন করা হয়।
প্রিন্ট