গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে ১৫ ই আগষ্ট, ২১শে আগষ্ট ও ওয়ার্ড ভিত্তিক সাংগঠনিক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩১ আগষ্ট বুধবার বিকেলে উপজেলার গোলাবাড়িয়া ইট ভাটা মাঠে এ অনুষ্ঠান হয়। ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাহেব আলী শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও গোপালগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুন্সী আতিয়ার রহমান।
৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদুজ্জামান মুন্সীর সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাড. আতিকুর রহমান মিয়া, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফ আলী আশু মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মুক্ত। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ ই আগষ্ট এবং ২১শে আগষ্টের নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
প্রিন্ট