মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে গোপালগঞ্জের কাশিয়ানীতে মায়ের হাসি ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।বুধবার (৩০ আগস্ট) উপজেলা প্রশাসন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সীতারামপুর মোফাজ্জেল হোসেন উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় এসব কর্মসূচীর আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান।
সীতারামপুর মোফাজ্জেল হোসেন উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. আজিজুর রহমান মিন্টু শিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এস কে ইফতেখার মোহাম্মদ উমায়ের, ওসি মোহাম্মদ ফিরোজ আলম, পুইশুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. কামরুল ইসলাম শিকদার, রামদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, প্রধান শিক্ষক জাকির হোসেন শেখ, দীনবন্ধু মন্ডল, পুইশুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রনি হোসেন জয় প্রমুখ।
- আরও পড়ুনঃ হারিয়ে যাচ্ছে অতি জনপ্রিয় টিয়া পাখি
এছাড়াও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
প্রিন্ট