ঢাকা , মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নাগরপুরে শিক্ষক নেতৃত্বে সর্বোচ্চ ৫৬৮ ভোট পেয়ে নির্বাচিত ছানোয়ার Logo শালিখায় পুলিশের অভিযানে ৩০০ গ্রাম গাঁজা সহ আটক ৩ Logo গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভোটের সমীকরণে চেয়ারম্যান প্রার্থী বিমল বিশ্বাস এগিয়ে Logo যশোরের মনিরামপুরে ডাকাতির ঘটনায় আটক ৪, পিকআপ জব্দ Logo ভূরুঙ্গামারীতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী ও কর্ম কর্তাদের কর্মবিরতি Logo ফিলিস্তিনিদের উপর ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদ ও স্বাধীন রাষ্ট্রের মর্যাদা প্রদানের দাবীতে সমাবেশ  Logo আমতলীতে ডলার ও রিয়াল প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার Logo নলছিটিতে বারি তিল-৪ এর বাম্পার ফলন Logo লন্ডনে শহীদ জননীর জন্মবার্ষিকী অনুষ্ঠান Logo কালুখালী উপজেলা বিএনপির সম্মেলনে সভাপতি লুৎফর, সম্পাদক রুমা নির্বাচিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

বাংলাদেশ ব্যাংকের ১৫ হাজার কোটি টাকার রেকর্ড আয়

-ফাইল ছবি।

২০২২-২৩ অর্থবছর বাংলাদেশ ব্যাংক ১৫ হাজার কোটি টাকার বেশি আয় করেছে, যা এযাবৎকালে রেকর্ড। এ হার আগের অর্থবছরের চেয়ে ১৪৮ শতাংশ বেশি। ২০২১-২২ অর্থবছরে আয় হয় ৬ হাজার ২৯ কোটি টাকা। এ আয় থেকে ব্যয় ও কর দেওয়ার পর গত অর্থবছর কেন্দ্রীয় ব্যাংকের নিট মুনাফা দাঁড়িয়েছে ১০ হাজার ৭৪৮ কোটি টাকা। আগের বছরে এ অঙ্ক ছিল ৫৭৭৭ কোটি টাকা।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক পর্ষদের বৈঠকে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক হিসাবের প্রতিবেদন অনুমোদন করা হয়েছে। ওই প্রতিবেদন থেকে কেন্দ্রীয় ব্যাংকের আয়, ব্যয় ও মুনাফার তথ্য জানা গেছে। সরকারকে দেওয়া প্রায় ১ লাখ কোটি টাকা ঋণ এবং বিদেশি মুদ্রার রিজার্ভে বিনিয়োগ থেকে আয় বৃদ্ধিতে বাংলাদেশ ব্যাংকের আয়ে বড় উল্লম্ফন দেখা গেছে। প্রতিবেদন অনুযায়ী, নিট মুনাফার মধ্যে ১০ হাজার ৬৫২ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন গভর্নর আব্দুর রউফ তালুকদার।

 

২০১৯-২০ অর্থবছর বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ ৮৬০৮ কোটি টাকা আয় হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অর্থবছর সরকারকে দেওয়া ঋণের সুদ থেকে ৭ হাজার কোটি টাকা এবং বাণিজ্যিক ব্যাংককে দেওয়া ঋণের সুদ হিসেবে ২ হাজার কোটি টাকা আয় হয়েছে। এ ছাড়া রিজার্ভ থেকে বিদেশি মুদ্রা বিনিয়োগে আয় হয় ৬ হাজার কোটি টাকা। গত অর্থবছর সরকার ব্যাংক থেকে ঋণ নেয় ১ লাখ ২৪ হাজার কোটি টাকা। এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে নিয়েছিল ৯৭ হাজার ৬৮৪ কোটি টাকা। ২০২১-২২ অর্থবছর সরকার ও বাণিজ্যিক ব্যাংককে দেওয়া ঋণ থেকে সুদের আয় ছিল ৩ হাজার ১০ কোটি এবং বিদেশি মুদ্রা খাতে বিনিয়োগ থেকে আসে ২ হাজার ৮৮৯ কোটি টাকা।

 

২০২২-২৩ অর্থবছর মুনাফা বেড়েছে ৪ হাজার ৯৭১ কোটি টাকা বা ৮৬ শতাংশ। ২০২১-২২ অর্থবছর নিট মুনাফা হয় ৫ হাজার ৭৭৭ কোটি টাকা।

ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স পাওয়া নগদ ফাইন্যান্সের ‘লাইসেন্স সমর্পণ’ বৈঠকে নেওয়া হয়। গত ১৭ মে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে চূড়ান্ত লাইসেন্স পাওয়ার পর ব্যবসা শুরুর আগেই কোম্পানিটি লাইসেন্স সমর্পণ করেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নাগরপুরে শিক্ষক নেতৃত্বে সর্বোচ্চ ৫৬৮ ভোট পেয়ে নির্বাচিত ছানোয়ার

error: Content is protected !!

বাংলাদেশ ব্যাংকের ১৫ হাজার কোটি টাকার রেকর্ড আয়

আপডেট টাইম : ০৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩

২০২২-২৩ অর্থবছর বাংলাদেশ ব্যাংক ১৫ হাজার কোটি টাকার বেশি আয় করেছে, যা এযাবৎকালে রেকর্ড। এ হার আগের অর্থবছরের চেয়ে ১৪৮ শতাংশ বেশি। ২০২১-২২ অর্থবছরে আয় হয় ৬ হাজার ২৯ কোটি টাকা। এ আয় থেকে ব্যয় ও কর দেওয়ার পর গত অর্থবছর কেন্দ্রীয় ব্যাংকের নিট মুনাফা দাঁড়িয়েছে ১০ হাজার ৭৪৮ কোটি টাকা। আগের বছরে এ অঙ্ক ছিল ৫৭৭৭ কোটি টাকা।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক পর্ষদের বৈঠকে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক হিসাবের প্রতিবেদন অনুমোদন করা হয়েছে। ওই প্রতিবেদন থেকে কেন্দ্রীয় ব্যাংকের আয়, ব্যয় ও মুনাফার তথ্য জানা গেছে। সরকারকে দেওয়া প্রায় ১ লাখ কোটি টাকা ঋণ এবং বিদেশি মুদ্রার রিজার্ভে বিনিয়োগ থেকে আয় বৃদ্ধিতে বাংলাদেশ ব্যাংকের আয়ে বড় উল্লম্ফন দেখা গেছে। প্রতিবেদন অনুযায়ী, নিট মুনাফার মধ্যে ১০ হাজার ৬৫২ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন গভর্নর আব্দুর রউফ তালুকদার।

 

২০১৯-২০ অর্থবছর বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ ৮৬০৮ কোটি টাকা আয় হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অর্থবছর সরকারকে দেওয়া ঋণের সুদ থেকে ৭ হাজার কোটি টাকা এবং বাণিজ্যিক ব্যাংককে দেওয়া ঋণের সুদ হিসেবে ২ হাজার কোটি টাকা আয় হয়েছে। এ ছাড়া রিজার্ভ থেকে বিদেশি মুদ্রা বিনিয়োগে আয় হয় ৬ হাজার কোটি টাকা। গত অর্থবছর সরকার ব্যাংক থেকে ঋণ নেয় ১ লাখ ২৪ হাজার কোটি টাকা। এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে নিয়েছিল ৯৭ হাজার ৬৮৪ কোটি টাকা। ২০২১-২২ অর্থবছর সরকার ও বাণিজ্যিক ব্যাংককে দেওয়া ঋণ থেকে সুদের আয় ছিল ৩ হাজার ১০ কোটি এবং বিদেশি মুদ্রা খাতে বিনিয়োগ থেকে আসে ২ হাজার ৮৮৯ কোটি টাকা।

 

২০২২-২৩ অর্থবছর মুনাফা বেড়েছে ৪ হাজার ৯৭১ কোটি টাকা বা ৮৬ শতাংশ। ২০২১-২২ অর্থবছর নিট মুনাফা হয় ৫ হাজার ৭৭৭ কোটি টাকা।

ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স পাওয়া নগদ ফাইন্যান্সের ‘লাইসেন্স সমর্পণ’ বৈঠকে নেওয়া হয়। গত ১৭ মে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে চূড়ান্ত লাইসেন্স পাওয়ার পর ব্যবসা শুরুর আগেই কোম্পানিটি লাইসেন্স সমর্পণ করেছে।