ঢাকা , মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিশেষ বার্তা ! Logo টাঙ্গাইল নাগরপুরে ধলেশ্বরী নদীতে ড্রেজার বসিয়ে চলছে রমরমা বালুর ব্যবসা Logo খোকসায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সুবর্ণচরে রোদের মধ্যে খেলার সময় শিশুর মৃত্যু Logo চরভদ্রাসনে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo উপজেলা পরিষদ নির্বাচনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে – রাজবাড়ীতে ইসি আলমগীর Logo দৌলতপুরে প্রেমের টানে দুলাভাইয়ের হাত ধরে শ্যালকের বউ উধাও Logo মুকসুদপুরে কৃষি যন্ত্রপাতি বিতরণ Logo কুষ্টিয়ার মিরপুরে নছিমনের ধাক্কায় ব্যবসায়ী নিহত Logo আলফাডাঙ্গাউপজেলাচেয়ারম্যান প্রার্থী শেখ তাহিদুর রহমান মুক্তর মতবিনিময় সভা
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ডিবির অভিযানে কুখ্যাত প্রতারক সাব্বির গ্রেফতার

বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে চাকুরী দেয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার কুখ্যাত প্রতারক সাব্বির আহমেদকে প্ররতারনা করা সময় ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার পুলিশ তাকে শহরের টাউন হল এলাকা থেকে আটক করেছেন।

 

তার কাছ থেকে বিভিন্ন মন্ত্রনালয়ের সীলমোহর ও কাগজ পত্র পাওয়া যায়।

পুলিশ জানায়, গত ২০ আগষ্ট আন্তঃজেলা কুখ্যাত প্রতারক নিজেকে সচিব পরিচয় দিয়া মাইক্রোবাস ষ্ট্যান্ডের সভাপতি মোঃ নজরুল ইসলাম এর ছেলে ও স্থানীয় কাউন্সিলর কাউসার-ই-জান্নাত এর নিকট আত্মীয়কে মন্ত্রালয়ে চাকুরী দিবে বলিয়া টাকা নেওয়া ফন্দি আটে।

 

প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজিকে এবং পুলিশ সুপার, ময়মনসিংহকে বিষয়টি অবহিত করিলে, পুলিশ সুপার, এর নির্দেশে তাৎক্ষনিকভাবে অফিসার-ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের নেতৃত্বে এসআই(নিঃ) রেজাউল আমীন বর্ষন ও এসআই(নিঃ) পরিমল চন্দ্র সরকার সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন টাউন হল মোড় হইতে ২০ আগষ্ট ২০২৩ সময় ১৬.৪০ ঘটিকায় প্রতারক মোঃ সাব্বির আহমেদ শাকিল (৪৯)কে আটক করেন।

 

তার বাবার নাম মোঃ সামিউল ইসলাম। তিনি রাজশাহী জেলার বোয়ালীয়া থানার রামচন্দ্রপুর (পূর্ব অংশ আহম্মদ পুরসহ), এলাকার বাসিন্দা। বর্তমান সাং-কান্দাপাড়া আকুয়া (বুলবুল এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ বসবাস করেন।কুখ্যাত প্রতারকে মোঃ সাব্বির আহমেদ শাকিল দেখানো মতে তাহার ভাড়া বাসা হইতে, একটি আইডি কার্ড যাহার গায়ে ইংরেজী Ministry of Law And Justice Division Parliament Affairs Md. Sabbir Ahamed Chowdhury, ID NO:003426, SECRATARY TO A.P.S HON’SBLE STATE MINISTER সহ অন্যান্য লেখা আছে, একটি আইডি কার্ড যাহার গায়ে ইংরেজীতে Ministry of Law And Justice Division Parliament Affairs Md. Sabbir Ahamed Chowdhury, ID NO:00349267, SECRATARY TO A.P.S HON’SBLE STATE MINISTER, একটি গোলসিল যাহার গায়ে আইনবিচার ও সংসদ বিষয়ক মন্ত্রাণালয়সহ অন্যান্য লেখা আছে। একটি লম্বা সিল যাহার গায়ে মোঃ আনিসুল হক, মন্ত্রী সংসদ সদস্য ৫৮ ব্রাহ্মণবাড়ীয়া-৪ সহ অন্যান্য লেখা আছে, একটি লম্বা সিল যাহার গায়ে মোঃ সাব্বির আহমেদ (শাকিল) সচিবের একান্ত সচিবসহ অন্যান্য লেখা আছে, পাঁচটি ভিজিটিং কার্ড যাহার গায়ে ইংরেজীতে GOVERNMENT OF THE PEOPLE’S REPUBLIC OF BANGLADESH, Md. Sabbir Ahamed Chowdhury, SECRATARY TO A.P.S HON’SBLE STATE MINISTER সহ অন্যান্য লেখা আছে, বিবাহ ও তালাক নিবন্ধনের ক্ষমতা পত্র সংক্রান্ত নিয়োগ পত্র ০৩টি ও একটি কালো রংয়ের পুরাতন ব্যবহৃত ল্যাপটপ ব্যাগ উদ্ধার করা হয়।

 

 

ঘটনা সংক্রান্তে মোঃ নজরুল ইসলাম থানায় অভিযোগ করায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি দীর্ঘ দিন যাবত দেশের বিভিন্ন জেলায় অত্যন্ত সুকৌশলে সাধারণ জনগণের সাথেএই প্রতারণা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিশেষ বার্তা !

error: Content is protected !!

ডিবির অভিযানে কুখ্যাত প্রতারক সাব্বির গ্রেফতার

আপডেট টাইম : ০৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩

বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে চাকুরী দেয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার কুখ্যাত প্রতারক সাব্বির আহমেদকে প্ররতারনা করা সময় ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার পুলিশ তাকে শহরের টাউন হল এলাকা থেকে আটক করেছেন।

 

তার কাছ থেকে বিভিন্ন মন্ত্রনালয়ের সীলমোহর ও কাগজ পত্র পাওয়া যায়।

পুলিশ জানায়, গত ২০ আগষ্ট আন্তঃজেলা কুখ্যাত প্রতারক নিজেকে সচিব পরিচয় দিয়া মাইক্রোবাস ষ্ট্যান্ডের সভাপতি মোঃ নজরুল ইসলাম এর ছেলে ও স্থানীয় কাউন্সিলর কাউসার-ই-জান্নাত এর নিকট আত্মীয়কে মন্ত্রালয়ে চাকুরী দিবে বলিয়া টাকা নেওয়া ফন্দি আটে।

 

প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজিকে এবং পুলিশ সুপার, ময়মনসিংহকে বিষয়টি অবহিত করিলে, পুলিশ সুপার, এর নির্দেশে তাৎক্ষনিকভাবে অফিসার-ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের নেতৃত্বে এসআই(নিঃ) রেজাউল আমীন বর্ষন ও এসআই(নিঃ) পরিমল চন্দ্র সরকার সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন টাউন হল মোড় হইতে ২০ আগষ্ট ২০২৩ সময় ১৬.৪০ ঘটিকায় প্রতারক মোঃ সাব্বির আহমেদ শাকিল (৪৯)কে আটক করেন।

 

তার বাবার নাম মোঃ সামিউল ইসলাম। তিনি রাজশাহী জেলার বোয়ালীয়া থানার রামচন্দ্রপুর (পূর্ব অংশ আহম্মদ পুরসহ), এলাকার বাসিন্দা। বর্তমান সাং-কান্দাপাড়া আকুয়া (বুলবুল এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ বসবাস করেন।কুখ্যাত প্রতারকে মোঃ সাব্বির আহমেদ শাকিল দেখানো মতে তাহার ভাড়া বাসা হইতে, একটি আইডি কার্ড যাহার গায়ে ইংরেজী Ministry of Law And Justice Division Parliament Affairs Md. Sabbir Ahamed Chowdhury, ID NO:003426, SECRATARY TO A.P.S HON’SBLE STATE MINISTER সহ অন্যান্য লেখা আছে, একটি আইডি কার্ড যাহার গায়ে ইংরেজীতে Ministry of Law And Justice Division Parliament Affairs Md. Sabbir Ahamed Chowdhury, ID NO:00349267, SECRATARY TO A.P.S HON’SBLE STATE MINISTER, একটি গোলসিল যাহার গায়ে আইনবিচার ও সংসদ বিষয়ক মন্ত্রাণালয়সহ অন্যান্য লেখা আছে। একটি লম্বা সিল যাহার গায়ে মোঃ আনিসুল হক, মন্ত্রী সংসদ সদস্য ৫৮ ব্রাহ্মণবাড়ীয়া-৪ সহ অন্যান্য লেখা আছে, একটি লম্বা সিল যাহার গায়ে মোঃ সাব্বির আহমেদ (শাকিল) সচিবের একান্ত সচিবসহ অন্যান্য লেখা আছে, পাঁচটি ভিজিটিং কার্ড যাহার গায়ে ইংরেজীতে GOVERNMENT OF THE PEOPLE’S REPUBLIC OF BANGLADESH, Md. Sabbir Ahamed Chowdhury, SECRATARY TO A.P.S HON’SBLE STATE MINISTER সহ অন্যান্য লেখা আছে, বিবাহ ও তালাক নিবন্ধনের ক্ষমতা পত্র সংক্রান্ত নিয়োগ পত্র ০৩টি ও একটি কালো রংয়ের পুরাতন ব্যবহৃত ল্যাপটপ ব্যাগ উদ্ধার করা হয়।

 

 

ঘটনা সংক্রান্তে মোঃ নজরুল ইসলাম থানায় অভিযোগ করায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি দীর্ঘ দিন যাবত দেশের বিভিন্ন জেলায় অত্যন্ত সুকৌশলে সাধারণ জনগণের সাথেএই প্রতারণা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।