বাংলাদেশ দূতাবাস ডেনমার্ক কতৃক আয়োজিত জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।শোক দিবসের অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর পরিবারের শহীদ সকল সদস্যের জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূতাবাসের মান্যবর রাষ্টদূত মোহাম্মাদ শাহিদুল করিম। দুতাবসের প্রথম সচিব মেহেবুব জাম্মানের সঞ্চালনায় দোয়া পরিচালনা করেন দূতাবাসের প্রেসিডেন্ট সাকিব সাদাকাত।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিটি রক্তবিন্দুর বিনিময়ে আজকের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জিত হয়েছে।
বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জন ‘স্বাধীনতা’ বঙ্গবন্ধুর আপসহীন নেতৃত্বেরই অবদান। জাতির পিতা ছিলেন একজন অবিসংবাদিত, বুদ্ধিদীপ্ত ও আদর্শিক নেতা। ১৯৭৫ এ যে নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল তা কোনো ব্যক্তি নয়; বরং একটি রাষ্ট্রকে হত্যা করার চেষ্টা ছিল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডেনমার্ক আওয়ামী লীগ ও কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোস্তফা মজুমদার বাচ্চু,ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি খোকন মজুমদার ও সাধারন সস্পাদক মাহবুবুর রহমান, সহ সভাপতি ইউসুব চপল এবং সাংগঠনিক সস্পাদক শামীম খালাশী।
অনুষ্ঠানে উপস্হিত ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগের যুগ্ম সাধারন সস্পাদক নাঈম উদ্দিন খান,মোছাদ্দেকুর রহমান রাসেল,বেলাল হোসেন রুমী,সাংগঠনিক সস্পাদক রোমেল মিয়া সোহাগ,মোহাম্মদ মামুন,আন্তর্জাতিক বিষয়ক সস্পাদক মিজানুর রহমান খান, দপ্তর সস্পাদক সেলিম হোসাইন,পরিবেশ বিষয়ক সস্পাদক ইউসুব আহম্মেদ,সহ-ক্রীড়া সস্পাদক ইব্রহিম তুহীন,আইন বিষয়ক সস্পাদক রকিবুল ইসলাম এছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন।
প্রিন্ট