নওগাঁর আত্রাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এবং আহসানগঞ্জ রেলস্টেশনের বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল।
এ সময় অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তারেকুর রহমান সরকার, নওগাঁ জেলা পরিষদের সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নিপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী, মুক্তিযোদ্ধাগণসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, শিশুদের চিত্র অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবং সন্ধায় বঙ্গবন্ধুর উপর নির্মিত প্রামান্য চলচ্চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।
প্রিন্ট