জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারন সম্পাদক শেখ সোহেল রানা টিপু বলেছেন, স্বাধীনতা বিরোধীরা মানুষের মন থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চেয়েছিলো। কিন্তু মানুষ তা মেনে নেয়নি। মানুষ বঙ্গবন্ধু কন্যাকে ক্ষমতায় বসিয়েছে। এজন্য মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। দেশের উন্নয়ন হয়েছে। দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
তিনি মঙ্গলবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় তৃনমূলের আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
পাংশা,বালিয়াকান্দি ও কালুখালীর তৃণমূলের আওয়ামী লীগের ওই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা রফিকুল আলম কুটিমনি।
- আরও পড়ুনঃ সাইবার হামলা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা
সভায় কালুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য বি এম এহতেশাম,শ্রমিকলীগ নেতা এস এম মহসীন আলী, শেখ মো: মোস্তফা কামাল প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভার পর ১৫ আগষ্টে নিহতদের জন্য দোয়া করা হয়।
প্রিন্ট