স্বাধীনতাবিরোধীদের অপতৎপরতা রুখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন ‘ বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ স্বাধীন হতোনা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর উচ্ছৃঙ্খল কিছু বিপথগামী সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে গোটা বাঙালি জাতিকে কলঙ্কিত করেছিল। ঘাতকরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করলেও তাঁর স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। তাই স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং উন্নয়ন ও গনতন্ত্রবিরোধী চক্রের যে কোনও অপতৎপরতা ও ষড়যন্ত্র সকলে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার জন্য প্রস্তত থাকতে হবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে মঙ্গলবার সকাল সারে ১০টায় ফরিদপুরের চরভদ্রাসনে হাজারো নেতাকর্মী নিয়ে বঙ্গবন্ধুর মুর্যালে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন ও শোক র্যালীতে অংশ গ্রহন শেষে এক সক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর হতে শুরু করে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় হয়ে সদর বাজার প্রদক্ষিন করে এবং উপজেলার বিএসডাঙ্গী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর মুর্যালে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন এমপি নিক্সন চৌধুরী ও উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
একই দিন চরভদ্রাসন উপজেলা প্রশাসন এর আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল ৮টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,চরভদ্রাসন থানা।উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ,ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।
পরে নানা শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে হতে এক শোক র্যালী বের করা হয়।
র্যালীটি উপজেলা সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মেহেদী মোর্শেদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো.কাউছার,ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা, নারী ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, থানা অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা ও মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ প্রমুখ।
শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন ও দোয়া মাহফিলের পাশাপশি নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালন করা হয় জাতীয় শোক দিবস।
প্রিন্ট