স্বচ্ছতা ও জবাবদিহিতায় কুষ্টিয়া জেলা কে মডেল জেলা করতে চাই, আর সেজন্যই আপনাদের সকল পর্যায়ের পেশাজীবীদেরকে সমন্বয়ের মুক্তিযুদ্ধের স্বপক্ষের অনুসারী হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।
মাদক ও সন্ত্রাস ব্যাধি থেকে আমাদের যুব সমাজ ও শিক্ষার্থীদের রক্ষা করতে পারলেই আদর্শ জাতি গড়া সম্ভব। সেজন্যই শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক কে এগিয়ে আসতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনে আপনাদের সকল দল কে অংশগ্রহণমূলক অংশীদারিত্বে আনন্দঘন পরিবেশে এগিয়ে আসতে হবে।
আগামী উন্নত স্মার্ট বাংলাদেশ গড়তে বর্তমান যুবসমাজই একমাত্র ভরসা। কুষ্টিয়া জেলা প্রশাসক হিসেবে যোগদানের ২১ দিনের মাথায় খোকসা উপজেলার বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তার, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলছিলেন।
সোমবার সকাল ১১ টার সময় উপজেলার খোকসা কলেজ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রিপোন বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতব্য রাখেন, খোকসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, কৃষি অফিসার সবুজ কুমার সাহা,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) গৌতম ঠাকুর, খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, ক্রীড়া ব্যক্তিত্ব আয়েন উদ্দিন ও সাংবাদিক শেখ সাইদুল ইসলাম প্রবীণ।
মতবিনিময় সভায় বক্তারা জোর দাবি রাখেন, খোকসাতে শিক্ষার মান উন্নয়ন ও মাদক নির্মূল করতে হবে। বক্তারা আরো বলেন, প্রশাসনের কাজে ত্বরান্বিত করতে সকল দপ্তরের কর্মকর্তাদের সঠিক সময়ে অফিস করা সহ আরো আন্তরিকতার সাথে কাজ করতে হবে। সরকারের মিশন ও ভীষণ বাস্তবায়নের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করলেই ইস্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব বলে মন্তব্য করেন বক্তারা।
উক্ত মতবিনিময় সভায় খোকসার বিভিন্ন প্রতিষ্ঠান-দপ্তর প্রধান স্ব-স্ব সমস্যা, উন্নয়ন মুলক কর্মকান্ড নবাগত জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। সেই সাথে খোকসাকে মাদক মুক্ত করতে জোর দাবি জানান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
পরে দিনের অন্যান্য কর্মসূচির অংশ হিসাবে আমার বাড়ি আমার খামার প্রকল্প, খোকসা পৌরসভা, খোকসা থানা, খোকসা (ভূমি) অফিস, আশ্রায়ন প্রকল্প ও ইউনিয়ন উদ্যোক্তা অফিস পরিদর্শন করে বিকালে কুষ্টিয়ার উদ্দেশ্য খোকসা ত্যাগ করেন।
প্রিন্ট