জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম তালুকদারের সভাপতিত্বে আজ সোমবার বেলা সাড়ে বারোটায় ফরিদপুর শহরের থানার মোড় আওয়ামীলীগ অফিসের তৃতীয় তলায় নিজেদের কার্যালয় বুঝে পেল উক্ত সংগঠনটি।
যুবলীগের নেতৃবৃন্দগণের উপস্থিতিতে সাবেক জেলা যুবলীগের কার্যালয় পুনরায় বুঝে নেয় তারা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য তৌফিক হোসেন পুচ্চি, মাহফুজ আহমেদ হিমেল, গোবিন্দ চন্দ্র সাহা, জুয়েল খান, সাবেক শহর যুবলীগের সাধারন সম্পাদক আসিবুর রহমান ফারহান, সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি কাওসার আকন্দ সহ নেতাকর্মী।
এ সময় জেলা যুবলীগের নেতৃবৃন্দগণ বলেন অনেকদিন যাবৎ জেলা যুবলীগের কার্যত কোন কার্যালয় নেই বিধায় দলীয় সংগঠনের কোন আলোচনা সভা এবং কেন্দ্রীয় ঘোষিত কোন প্রোগ্রাম করতে বিভিন্নভাবে বাধাগ্রস্থ হতে হয় ৷ তাই এই কার্যালয় বুঝে নেওয়ায় জেলা যুবলীগের তৎপরতা আরোও বৃদ্ধি পাবে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে আরোও মজবুত করার লক্ষ্যে জেলা যুবলীগ সর্বদা প্রস্তুত থাকবে বলে জানান ৷
- আরও পড়ুনঃ বঙ্গবন্ধু টানেল উদ্বোধন ২৮ অক্টোবর
পরিশেষে আগামীকাল ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সকাল ৮ টায় পুশ্পস্তবক অর্পন এবং বিকেল ৫ঃ৩০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের আত্বার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে নেতৃবৃন্দ জানান।
প্রিন্ট