চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২টি পৃথক চুরির ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানা, শিবগঞ্জ থানা, গোমস্তাপুর থানা এবং রাজশাহী মহানগর মতিহার থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৪ জন আসামীকে গ্রেফতার করেছে নাচোল থানা পুলিশ।
শুক্রবার রাজশাহী ও জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে শনিবার (১২ আগস্ট) তাদের আদালতে পাঠানো হয়।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, নাচোলে পৃথক পৃথক দুইটি চুরির ঘটনা ঘটলে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া কিছু মালামালসহ ৪ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো, চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন পিটিআই বস্তি পাড়ার মোঃ দুলাল আলীর ছেলে মোঃ আরিফুল ইসলাম ভটা (৩১), সদর থানাধীন শিবতলা মালোপাড়া গ্রামের শ্রী সম্বু সরকারের ছেলে শ্রী সুমন সরকার (৩৮), সদর থানাধীন বড় ইন্দ্রিরা মোড় এর মোঃ আবুল কালাম আজাদ এর ছেলে মোঃ মোবারক হোসেন (৩৪), রাজশাহী মতিহার সদর থানাধীন লইলাপাড়া ভেলুর মোড়ের মোঃ মেরাজ আলী ছেলে মোঃ শাহজাহান (২৭) এদেরকে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।
তাদের কাছ থেকে মোট ৫ ভরি ৫ আনা স্বর্ণ, চোরাই স্বর্ণ বিক্রির ৪৩,৮০০ টাকা, চোরাই কাজে ব্যবহৃত দুটি মোটর সাইকেল, তিনটি মোবাইল ফোন ও একটি টিপ চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে চুরির মামলায় বিজ্ঞআদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে ।
প্রিন্ট