ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বালিয়াকান্দিতে বিএনপি নেতাদের ৩১ দফার লিফলেট বিতরণ Logo নারী দালাল হেলেনা আক্তার কে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় ‌জনতা Logo দৌলতপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই গুরুতর জখম Logo বাঘায় শয়নকক্ষ থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo সদরপুরে সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জনমনে স্বস্তি Logo নাটোরে খ্রিস্টান ধর্মপল্লীগুলোতে ইস্টার সানডে পালিত Logo ছয় দফা দাবি আদায়ে ফরিদপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীদের মহাসমাবেশ অনুষ্ঠিত  Logo রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভায় মহিলা লীগ নেত্রী, দিলেন বক্তব্যও Logo মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন রোগী কর্তৃক অগ্নিসংযোগ ও অফিসের আসবাবপত্র ভাংচুর Logo সদরপুরে হেরোইনসহ যুবক আটক
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

আমতলীতে যুবলীগ নেতার দখল থেকে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বরগুনার আমতলীর আমড়াগাছিয়া বাজার এলাকার শতবর্ষের  পুরোনো খেলার মাঠ স্থানীয় ইউপি সদস্য যুবলীগ নেতা ফারুক সর্দারের দখল থেকে  রক্ষার দাবিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীওএলাকার তরুন যুবকখেলোড়ারেরা  মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।
বৃহস্পতিবার বিকাল ৫টা ৩০ এর সময় মিছিল নিয়ে শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষ  আমড়াগাছিয়া বাজার এলাকায় বিক্ষোভ করেন। পরে আন্দোলনকারীরা মিছিল নিয়ে মাঠে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
উপজেলার আমড়াগাছিয়া বাজার এলাকায় ঐতিহ্যবাহী আমড়াগাছিয়া বাজার খেলার মাঠ দখলকারীদের হাত থেকে রক্ষার দাবীতে এলাকাবাসীর ব্যানারে প্রায় ২ শতাধিক শিশু-কিশোর ও শিক্ষার্থীরা তরুন যুবকরা ও এলাকাবাসী খেলার মাঠে জড়ো হন। তারা প্রথমে মাঠের আমড়াগাছিয়া বাজারে  বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে মাঠে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেন- স্থানীয়  মো. রহিম মোল্লা, রাজ্জাক বেপারী,নাঈম, মো. লিমন, জাকির ও জসিম প্রমুখ। শিক্ষার্থী মো. নাঈম বলেন – খেলার মাঠটি আমাদের প্রাণের স্পন্দন। মাঠটি রক্ষায় প্রধানমন্ত্রীর মহানুভবতা কামনা করছি আমরা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আমড়াগাছিয়া বাজার এলাকায় খেলার মাঠটি  শত বছরের পুরোনো ওই খেলার মাঠটি অবস্থিত। সেখানে এলাকার শিশু-কিশোর, শিক্ষার্থীসহ তরুণ-যুবকেরা খেলাধুলা করেন। এই মাঠটির একটি অংশ কুকুয়া ইউপির ৬ নং ওর্য়াড সদস্য ও কুকুয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি  মো. ফারুক সর্দার  দখল করে বালুর ব্যবসা করেন। যার কারনে খেলার মাঠটি ছোট হয়েগেছে  এবং খেলার মাঠ দিয়ে বালুর ট্রাক আসা যাওয়া করায় মাঠটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। এ কারনে এলাকার শিশু কিশোর তরুন যুবকদের খেলাধুলায় ব্যাপক সমস্যা হচ্ছে।
এলাকার বাসিন্দারা জানান, মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভের পাশাপাশি স্থানীয়  জসিম সরদার বাদী  হয়ে   ইউপি সদস্য যুবলীগনেতা মো. ফারুক সর্দারের বিরুদ্ধে  ব্যবস্থা নেয়ার জন্য আমতলী উপজেলা নির্বাহী অফিসার  লিখিত অভিযোগ ও দিয়েছেন।
আমড়াগাছিয়া গ্রামের রাজ্জাক বেপাড়ী বলেন, উপজেলার গুলিশাখালী, চাওড়া, কুকুয়া তিন ইউনিয়নের মধ্যে খানের  মানুষের একটিমাত্র খেলাধুলার মাঠ এটি। তিনি আরো বলেন খেলার মাঠের পাশ দিয়া কুকুয়া ইউপির সাথে গুলিশাখালী ইউপির সংযোগ সড়ক । এ সড়কটি ফারুক সর্দারের বালুর ট্রাকের কারনে সরকারের কোটি টাকার সড়কটি মাটির সাথে মিশে গেছে, বর্তমানে সড়কটি দিয়ে মানুষের যাতায়াত করতে ভিষন সমস্যা হচ্ছে। এখন বর্ষাকাল এ সড়কদিয়ে সাধারন মানুষ চলাচল করতে পারছে না।
এ বিষয় ইউপি সদস্য মো. ফারুক সর্দার বলেন, আমি  বন্দোবস্ত  গ্রহিতা মফিজুল্লাহর  কাছ থেকে  ক্রয় করে বালুর ব্যবসা করছি।
এ প্রসঙ্গে কুকুয়া ইউনিয়ন  ভুমি উপসহকারী  কর্মকর্তা মো, আবু জাফর বলেন, আমরা কয়েকবার মফিজুল্লাহর ট্রেস পর্যালোচনা করে দেখেছি  মফিজুল্লাহর বন্দোবস্তকৃত জমি খেলার মাঠে নয় তা অন্যত্র।
আমতলী উপজেলা সহকারী কমিশনার ভুমি আব্দুল্লাহ আল জাহের বলেন, অভিযোগ পেয়ে  সরেজমিন পরিদর্শন করে  ফারুক সর্দারকে খেলার মাঠে বালুর ব্যবসা বন্ধ ও  মাঠ থেকে বালু সরিয়ে নেয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে । এরপরও  খেলার মাঠে থেকে বালু না সরালে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বালিয়াকান্দিতে বিএনপি নেতাদের ৩১ দফার লিফলেট বিতরণ

error: Content is protected !!

আমতলীতে যুবলীগ নেতার দখল থেকে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট টাইম : ০৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩
মোঃ ইমরান হোসাইন, আমতলী (বরগুনা) প্রতিনিধি :
বরগুনার আমতলীর আমড়াগাছিয়া বাজার এলাকার শতবর্ষের  পুরোনো খেলার মাঠ স্থানীয় ইউপি সদস্য যুবলীগ নেতা ফারুক সর্দারের দখল থেকে  রক্ষার দাবিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীওএলাকার তরুন যুবকখেলোড়ারেরা  মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।
বৃহস্পতিবার বিকাল ৫টা ৩০ এর সময় মিছিল নিয়ে শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষ  আমড়াগাছিয়া বাজার এলাকায় বিক্ষোভ করেন। পরে আন্দোলনকারীরা মিছিল নিয়ে মাঠে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
উপজেলার আমড়াগাছিয়া বাজার এলাকায় ঐতিহ্যবাহী আমড়াগাছিয়া বাজার খেলার মাঠ দখলকারীদের হাত থেকে রক্ষার দাবীতে এলাকাবাসীর ব্যানারে প্রায় ২ শতাধিক শিশু-কিশোর ও শিক্ষার্থীরা তরুন যুবকরা ও এলাকাবাসী খেলার মাঠে জড়ো হন। তারা প্রথমে মাঠের আমড়াগাছিয়া বাজারে  বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে মাঠে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেন- স্থানীয়  মো. রহিম মোল্লা, রাজ্জাক বেপারী,নাঈম, মো. লিমন, জাকির ও জসিম প্রমুখ। শিক্ষার্থী মো. নাঈম বলেন – খেলার মাঠটি আমাদের প্রাণের স্পন্দন। মাঠটি রক্ষায় প্রধানমন্ত্রীর মহানুভবতা কামনা করছি আমরা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আমড়াগাছিয়া বাজার এলাকায় খেলার মাঠটি  শত বছরের পুরোনো ওই খেলার মাঠটি অবস্থিত। সেখানে এলাকার শিশু-কিশোর, শিক্ষার্থীসহ তরুণ-যুবকেরা খেলাধুলা করেন। এই মাঠটির একটি অংশ কুকুয়া ইউপির ৬ নং ওর্য়াড সদস্য ও কুকুয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি  মো. ফারুক সর্দার  দখল করে বালুর ব্যবসা করেন। যার কারনে খেলার মাঠটি ছোট হয়েগেছে  এবং খেলার মাঠ দিয়ে বালুর ট্রাক আসা যাওয়া করায় মাঠটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। এ কারনে এলাকার শিশু কিশোর তরুন যুবকদের খেলাধুলায় ব্যাপক সমস্যা হচ্ছে।
এলাকার বাসিন্দারা জানান, মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভের পাশাপাশি স্থানীয়  জসিম সরদার বাদী  হয়ে   ইউপি সদস্য যুবলীগনেতা মো. ফারুক সর্দারের বিরুদ্ধে  ব্যবস্থা নেয়ার জন্য আমতলী উপজেলা নির্বাহী অফিসার  লিখিত অভিযোগ ও দিয়েছেন।
আমড়াগাছিয়া গ্রামের রাজ্জাক বেপাড়ী বলেন, উপজেলার গুলিশাখালী, চাওড়া, কুকুয়া তিন ইউনিয়নের মধ্যে খানের  মানুষের একটিমাত্র খেলাধুলার মাঠ এটি। তিনি আরো বলেন খেলার মাঠের পাশ দিয়া কুকুয়া ইউপির সাথে গুলিশাখালী ইউপির সংযোগ সড়ক । এ সড়কটি ফারুক সর্দারের বালুর ট্রাকের কারনে সরকারের কোটি টাকার সড়কটি মাটির সাথে মিশে গেছে, বর্তমানে সড়কটি দিয়ে মানুষের যাতায়াত করতে ভিষন সমস্যা হচ্ছে। এখন বর্ষাকাল এ সড়কদিয়ে সাধারন মানুষ চলাচল করতে পারছে না।
এ বিষয় ইউপি সদস্য মো. ফারুক সর্দার বলেন, আমি  বন্দোবস্ত  গ্রহিতা মফিজুল্লাহর  কাছ থেকে  ক্রয় করে বালুর ব্যবসা করছি।
এ প্রসঙ্গে কুকুয়া ইউনিয়ন  ভুমি উপসহকারী  কর্মকর্তা মো, আবু জাফর বলেন, আমরা কয়েকবার মফিজুল্লাহর ট্রেস পর্যালোচনা করে দেখেছি  মফিজুল্লাহর বন্দোবস্তকৃত জমি খেলার মাঠে নয় তা অন্যত্র।
আমতলী উপজেলা সহকারী কমিশনার ভুমি আব্দুল্লাহ আল জাহের বলেন, অভিযোগ পেয়ে  সরেজমিন পরিদর্শন করে  ফারুক সর্দারকে খেলার মাঠে বালুর ব্যবসা বন্ধ ও  মাঠ থেকে বালু সরিয়ে নেয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে । এরপরও  খেলার মাঠে থেকে বালু না সরালে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রিন্ট