মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহতের ১৮ দিন পর কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের সিংপুর গ্রামের ইয়ার আলীর ছেলে জাকিরুল ইসলামের (৩৬) লাশ দেশে এসেছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) দিনগত রাত ১২টার ৫৫ মিনিটের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাশটি পৌঁছায়।
নিহতের ভাতিজা আব্দুল্লাহ হাসান বলেন, বিমানবন্দরের সব অনুষ্ঠানিকতা শেষ করে আমরা রাত ৩টার দিকে ঢাকা থেকে গ্রামের বাড়িতে রওনা দেই। এরপর শুক্রবার ১১আগষ্ট সকাল সাড়ে ৮টার দিকে চাচার লাশ গ্রামের বাড়িতে পৌঁছায়।
তিনি আরও বলেন, জুমার নামাজ শেষে চাচাকে স্থানীয় ধুবইল হাজী পাড়া কবরস্থানে সমাহিত করা হবে।
প্রসঙ্গত, গত ২৪ জুলাই কর্মস্থলে যাওয়ার পথে গাড়ি উল্টে ঘটনাস্থলেই জাকিরুল নিহত হন। মালয়েশিয়ার জহরবারু শহরে এ দুর্ঘটনা ঘটে। গত ছয় মাস আগে কর্মের জন্য মালয়েশিয়ায় গিয়েছিলেন। তার পরিবারে স্ত্রী এবং পাঁচ বছরের এক ছেলে ও ১২ বছরের এক মেয়ে রয়েছে।
প্রিন্ট