কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজা সহ আলতাব হোসেন নামের এক ব্যাক্তিকে আটক করা হয়েছে।
আটককৃত আলতাব হোসেন দৌলতপুর উপজেলার ধর্মদহ মন্ডলপাড়া গ্রামের কোরবান আলীর ছেলে।
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, দৌলতপুর থানা পুলিশের অফিসার এস আই মাসুম বিল্লাহ, এস আই জামাল হোসেন, কনস্টেবল খালিদ হাচান ও সঙ্গীয় অফিসার নিয়ে দৌলতপুর থানা এলাকায় ওয়ারেন্ট তামিল, অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করা কালিন সময়ে রবিবার সন্ধ্যায় ৬ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বেশ কিছু ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য ধর্মদহ মন্ডল পাড়ার কোরাবর হোসেনের বাড়ির সামনে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে আমাকে অবহিত করিলে আমার নির্দেশক্রমে ৬আগষ্ট, রবিবার সন্ধ্যায় ৬ টার সময় অভিযান পরিচালনা করিলে ৪ কেজি গাঁজাসহ কোরবান আলীর ছেলে আলতাব আটক হয়। বাকিরা দৌড়ে পালিয়ে যায়।
এ বিষয়ে দৌলতপুর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
প্রিন্ট