ঢাকা , রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়ায় শ্রমিক অধিকার, নিরাপত্তা ও প্রশিক্ষণ বিষয়ক মতবিনিময় Logo কুষ্টিয়ায় হত্যাসহ দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo ডিভোর্সী নারীকে বিয়ে নিয়ে দ্বন্দ্বঃ যশোরে ছুরিকাঘাতে যুবক নিহত Logo পাংশায় যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র-গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী বাবুল সরদার গ্রেফতার Logo শালিখায় বি.এন.পি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo মহম্মদপুরে শিক্ষক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত Logo বাগাতিপাড়ায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা Logo UK parliamentarians engage in dialogue for a truth and reconciliation for Bangladesh’s future Logo শান্তিতে নোবেলজয়ীর ব্যর্থতায় দেশে সহিংসতা বাড়ছেঃ -মোমিন মেহেদী Logo এসএসসি ফলাফলে খুশি নয় অভিভাবক ও শিক্ষার্থীরা
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ফুলবাড়ীয়ায় প্রতিবন্ধীর ঘর ভাড়া নিয়ে দখলে নেওয়ার পায়তারার অভিযোগ ভাড়াটিয়ার বিরুদ্ধে!

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের বাবুগঞ্জ বাজারে শারিরীক প্রতিবন্ধীর ঘর ভাড়াটিয়ার দখলে নেওয়ার পায়তারার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভোক্তভোগী পরিবার স্থানীয় ইউনিয়ন পরিষদে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ ও স্থানীয় সুত্রে জানাযায়, স্থানীয় বিষ্ণরামপুর এলাকার শারিরীক প্রতিবন্ধী আঃ কদ্দুস প্রতিবেশী বাছেদ আলী আকন্দের কাছ থেকে বছর খানেক পূর্বে ২লাখ ১০ হাজার টাকা মূল্যে স্ট্যাম্পমূলে বাবুগঞ্জ বাজারে একটি ঘর ক্রয় করেন। এ ঘরটি সাবেক মালিক বাছেদ আলী আকন্দ জনৈক জাকারিয়া এর নিকট ভাড়া দেন। সে সেখানে কসমেটিকস এর দোকান পরিচালনা করতেন৷

চুক্তি অনুযায়ী ভাড়ার মেয়াদ শেষ হওয়ায় এবং ঘরটি ভাড়া নেওয়া জাকারিয়া প্রবাসে চলে যাওয়ায় মির্জা ঐক্য পরিষদ নামে ক্লাবের লোকজন ফজলুল মির্জার মাধ্যমে ঘরটি ভাড়া নেওয়ার আবেদন জানান। তাঁদের দাবি অনুযায়ী বর্তমান মালিক শারিরীক প্রতিবন্ধী আঃ কদ্দুস সরল বিশ্বাসে ঘরটি ক্লাব সদস্য ফজলুল হক মির্জার নিকট ভাড়া দেন। সে অনুযায়ী ৩ মাস পর্যন্ত ভাড়া পরিশোধ করেন তিনি। হঠাৎ করে ঘরটি তালা দিয়ে বন্ধ করে দেওয়া হয়। সেইসাথে বন্ধ করে দেওয়া হয় ভাড়া দেওয়া। শুরু হয় নানান টালবাহানা। ঘর বেদখলের পায়তারা নিয়ে দানা বাঁধে উভয়ের মাঝে। যদিও এ বিষয়ে অভিযুক্ত ফজলুল হক মির্জা জানান, ঘরটি জাকারিয়ার নামে ডিট (চুক্তি) করা। সে বিদেশে চলে গেছে। এখন জমি নিয়ে দ্বন্দ্ব তাই ভাড়া দেই না।

শারিরীক প্রতিবন্ধী আঃ কদ্দুস বলেন, আমি একজন শারিরীক প্রতিবন্ধী। দখলসত্ত্বে আমি ঘরটি স্ট্যাম্পমূলে কিনেছি। আগের মালিকের ভাড়াটিয়ার মেয়াদ শেষ হতে ২০২২ ইং সালে ৪ মাস বাকি ছিল। তখন ভাড়াটিয়ারা বলে আমরা এ ৪ মাস থেকে জানুয়ারি মাসে চলে যাবো এবং আপনাকে ভাড়া দিয়ে দিবো । এই মৌখিক চুক্তিতে তাদের ঘর দেই। পরে জানুয়ারি মাস আসলে তারা আর ভাড়াও দেয় না ঘরও ছাড়ে না। এখন তারা ঘরটি বেদখলের পায়তারা করছে। বাজারে আরও ঘর থাকলেও ওরা আমাকে দুর্বল পেয়ে আমার উপার্জনে হাত দিয়েছে। আমি এ ঘটনার বিচার দাবি করছি। আমি একজন প্রতিবন্ধী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ও স্থানীয় প্রশাসনের সহযোগীতা কামনা করছি।

 

 

স্থানীয় ইউপি সদস্য আঃ বারেক বলেন, ঐ ঘরটি মির্জা ঐক্য পরিষদ ভাড়া নিয়েছে। দখল সত্ত্বে ঘরটির মালিক আ. কদ্দুস। ক্লাবের লোকজন এখন বেদখলের পায়তারা করছে এটি খুবই অমানবিক ও দুঃখ জনক।

স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মুক্তা চৌধুরী বলেন, এ বিষয়ে আমার নিকট একটি অভিযোগ দেওয়া হয়েছে। ঐ জমিটুকু নাকি খাস এমন গুঞ্জন শুনা যাচ্ছে। নায়েব সাহেব আসছিল জমি মেপে এলাকাবাসী নিয়ে বসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শ্রমিক অধিকার, নিরাপত্তা ও প্রশিক্ষণ বিষয়ক মতবিনিময়

error: Content is protected !!

ফুলবাড়ীয়ায় প্রতিবন্ধীর ঘর ভাড়া নিয়ে দখলে নেওয়ার পায়তারার অভিযোগ ভাড়াটিয়ার বিরুদ্ধে!

আপডেট টাইম : ০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সময়ের প্রত্যাশা :

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের বাবুগঞ্জ বাজারে শারিরীক প্রতিবন্ধীর ঘর ভাড়াটিয়ার দখলে নেওয়ার পায়তারার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভোক্তভোগী পরিবার স্থানীয় ইউনিয়ন পরিষদে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ ও স্থানীয় সুত্রে জানাযায়, স্থানীয় বিষ্ণরামপুর এলাকার শারিরীক প্রতিবন্ধী আঃ কদ্দুস প্রতিবেশী বাছেদ আলী আকন্দের কাছ থেকে বছর খানেক পূর্বে ২লাখ ১০ হাজার টাকা মূল্যে স্ট্যাম্পমূলে বাবুগঞ্জ বাজারে একটি ঘর ক্রয় করেন। এ ঘরটি সাবেক মালিক বাছেদ আলী আকন্দ জনৈক জাকারিয়া এর নিকট ভাড়া দেন। সে সেখানে কসমেটিকস এর দোকান পরিচালনা করতেন৷

চুক্তি অনুযায়ী ভাড়ার মেয়াদ শেষ হওয়ায় এবং ঘরটি ভাড়া নেওয়া জাকারিয়া প্রবাসে চলে যাওয়ায় মির্জা ঐক্য পরিষদ নামে ক্লাবের লোকজন ফজলুল মির্জার মাধ্যমে ঘরটি ভাড়া নেওয়ার আবেদন জানান। তাঁদের দাবি অনুযায়ী বর্তমান মালিক শারিরীক প্রতিবন্ধী আঃ কদ্দুস সরল বিশ্বাসে ঘরটি ক্লাব সদস্য ফজলুল হক মির্জার নিকট ভাড়া দেন। সে অনুযায়ী ৩ মাস পর্যন্ত ভাড়া পরিশোধ করেন তিনি। হঠাৎ করে ঘরটি তালা দিয়ে বন্ধ করে দেওয়া হয়। সেইসাথে বন্ধ করে দেওয়া হয় ভাড়া দেওয়া। শুরু হয় নানান টালবাহানা। ঘর বেদখলের পায়তারা নিয়ে দানা বাঁধে উভয়ের মাঝে। যদিও এ বিষয়ে অভিযুক্ত ফজলুল হক মির্জা জানান, ঘরটি জাকারিয়ার নামে ডিট (চুক্তি) করা। সে বিদেশে চলে গেছে। এখন জমি নিয়ে দ্বন্দ্ব তাই ভাড়া দেই না।

শারিরীক প্রতিবন্ধী আঃ কদ্দুস বলেন, আমি একজন শারিরীক প্রতিবন্ধী। দখলসত্ত্বে আমি ঘরটি স্ট্যাম্পমূলে কিনেছি। আগের মালিকের ভাড়াটিয়ার মেয়াদ শেষ হতে ২০২২ ইং সালে ৪ মাস বাকি ছিল। তখন ভাড়াটিয়ারা বলে আমরা এ ৪ মাস থেকে জানুয়ারি মাসে চলে যাবো এবং আপনাকে ভাড়া দিয়ে দিবো । এই মৌখিক চুক্তিতে তাদের ঘর দেই। পরে জানুয়ারি মাস আসলে তারা আর ভাড়াও দেয় না ঘরও ছাড়ে না। এখন তারা ঘরটি বেদখলের পায়তারা করছে। বাজারে আরও ঘর থাকলেও ওরা আমাকে দুর্বল পেয়ে আমার উপার্জনে হাত দিয়েছে। আমি এ ঘটনার বিচার দাবি করছি। আমি একজন প্রতিবন্ধী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ও স্থানীয় প্রশাসনের সহযোগীতা কামনা করছি।

 

 

স্থানীয় ইউপি সদস্য আঃ বারেক বলেন, ঐ ঘরটি মির্জা ঐক্য পরিষদ ভাড়া নিয়েছে। দখল সত্ত্বে ঘরটির মালিক আ. কদ্দুস। ক্লাবের লোকজন এখন বেদখলের পায়তারা করছে এটি খুবই অমানবিক ও দুঃখ জনক।

স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মুক্তা চৌধুরী বলেন, এ বিষয়ে আমার নিকট একটি অভিযোগ দেওয়া হয়েছে। ঐ জমিটুকু নাকি খাস এমন গুঞ্জন শুনা যাচ্ছে। নায়েব সাহেব আসছিল জমি মেপে এলাকাবাসী নিয়ে বসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


প্রিন্ট