ফরিদপুর- ৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন আজ মঙ্গলবার বেলা বারোটায় বৃক্ষ মেলার উদ্বোধন করেন।
ভাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিনের সভাপতিত্বে স্থানীয় ডাঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়াম মাঠে বৃক্ষ মেলা- শুরু হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদৎ হোসেন ,ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, ভাঙ্গা পৌর মেয়র আবু ফয়েজ মোঃ রেজা,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সোবাহান মুন্সীসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গাছ লাগান পরিবেশ বাঁচান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বতর্মান সরকার দেশের পরিবেশ রক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন জেলা ও উপজেলায় পর্যায় বৃক্ষ মেলার মাধ্যমে জনগণকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করছেন।
উল্লেখ্য এই বৃক্ষ মেলা ২৫ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত চলবে।
প্রিন্ট