ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুব লীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, শেখ হাসিনার সরকার পুনরায় ক্ষমতায় আসলে সদরপুর-ভাঙ্গা-চরভদ্রাসনসহ সারা বাংলাদেশ স্মার্ট দেশে রূপান্তরিত হবে। তিনি বলেন, শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় না আনলে দেশ আরও ২০ বছর পিছিয়ে পড়বে। সরকার যে সকল মেঘা প্রজেক্ট হাতে নিয়েছে সেগুলো বাস্তবায়ন করতে পারলে দেশ হবে সিঙ্গাপুর-মালেশিয়ার মত উন্নত রাষ্ট্র।
এ জন্য দেশের প্রতিটি জনগণকে ভেবেচিন্তে ও বিবেচনা করে মুক্তিযুদ্ধের স¦পক্ষের শক্তিকে ভোট দিতে হবে। তিনি আরও বলেন, গত সাড়ে ৯ বছরে আমি সদরপুরে রাস্তা-ঘাটসহ যে উন্নয়ন করেছি, গত ৪০ বছরে সে উন্নয়ন হয়নি। বর্তমানে এখানে কোন পাকা করার মতো সড়ক বাকি নেই। আমার রাজনৈতিক প্রতিপক্ষ কাজী জাফরউল্লাহ ও তার চাচা ৩০ বছর এমপি ছিলেন, কি উন্নয়ন করেছেন তারা? তিনি গত মঙ্গলবার রাতে সদরপুরের চরবিষ্ণপুর ইউনিয়নের জাকেরেরডাঙ্গী গ্রামে এল জি ই ডির প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণ কাজের ফলক উম্মোচন কালে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে সদরপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী শফিকুর রহমান বলেন, আমি দেশ উন্নয়নের রুপকার মাননীয প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি ফরিদপুর-৪ আসনে মজিবুর রহমান চৌধুরী নিক্সনকে নৌকার মনোনয়ন দেয়ার জন্য। কাজী জাফরউল্লাহকে মনোনয়ন দেয়া হলে তিনি জামানত হারাবেন। এখানকার দলমত নির্বিশেষ শতকরা প্রায় ৮৫ ভাগ জনগণ নিক্সন সমর্থক। জনগণের উন্নয়ন ও মূল্যায়নের পক্ষে।
চরবিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদারসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ, উপজেলা প্রকৌলী আবদুল মমিনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার ও নিক্সন চৌধুরীর সমর্থিত নেতাকর্মীরা।
প্রিন্ট