ঢাকা , সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সংবাদ সম্মেলনে মাধ্যমে নির্বাচনে প্রার্থিতা বর্জনের ঘোষণা দিলেন সালথা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অহিদুজ্জামান Logo ফরিদপুরে প্রভু জগৎবন্ধু সুন্দরের ১৫৪ তম শুভ আবির্ভাব উৎসব শ্রীধাম শ্রী অঙ্গনে ভক্তবৃন্দের ঢল Logo নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী মিলন মৃধা Logo ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবীতে লন্ডনে যুদ্ধবিরোধী বিক্ষোভ অব্যাহত Logo মোহনপুরে অর্ধশতাধিক পয়েন্টে অবৈধ পুকুর খনন ও মাটি বানিজ্যে Logo কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর খানকে শোকজ Logo সদরপুরে উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo মোঃ ইমান আলী মোল্লাকে ফুলের শুভেচ্ছা প্রদান করল জাতীয় শ্রমিক লীগ Logo রাজশাহীতে এক দশকের মধ্যে সর্বোচ্চ ধান উৎপাদন Logo ফরিদপুরের চর মাধবদিয়া ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

নরসিংদীতে পৃথক পৃথক অভিযানে ৪০ কেজি গাঁজা ও ১২ টন অবৈধ পলিথিনসহ আটক ৫

নরসিংদী জেলা গোয়েন্দা শাখা কর্তৃক, দুই জন মাদক ব্যবসায়ীকে, ৪০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ আটক করা হয়েছে ।
নরসিংদী জেলা পুলিশের গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, খোকন চন্দ্র সরকার, এর তত্ত্বাবধানে, এসআই শেখ সেকেন্দর আলীর, নেতৃত্বে সংগীয় ফোর্সসহ, ( ২৪ জুলাই ), রাত ৯ .১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে । নরসিংদী মডেল থানাধীন, ভেলানগর সাকিনে জেলখানা গেইটের সামনে, ঢাকা – সিলেট মহাসড়কের উপর হতে । মো: নয়ন মিয়া (৪৪), পিতা- মৃত আ: রশিদ, সাং কলকলা পাড়া, থানা-সোনারগাও, জেলা-নারায়নগঞ্জ ।  মোছা: রোজিনা বেগম(৩৯), পিতা- মৃত বক্কর মিয়া, সাং-মায়াকাশি, থানা-হালুয়াঘাট জেলা ময়মনসিংহ ,  তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার, ও ( ৪০ কেজি ), গাঁজাসহ আটক করা হয় ।
উদ্ধারকৃত গাঁজা ও আটককৃত প্রাইভেটকার, গোয়েন্দা শাখার  হেফাজতে নেন। এ সংক্রান্তে নরসিংদী মডেল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অপর একটি অভিযানে জেলা গোয়েন্দা শাখার এসআই কবির হোসেন সংগীয় ফোর্সসহ, ( ২৫ জুলাই ) রাত  ১.৪৫ মিনিটে  গোপন সংবাদের ভিত্তিতে ।
নরসিংদী জেলার রায়পুরা থানাধীন গকুলনগর সাকিনস্থ লাল মিয়া ফিলিং স্টেশনের পশ্চিম পাশ থেকে, ড্রাইভারসহ
( ১২ টন ), অবৈধ পলিথিন ও একটি কাভার্ড ভ্যান, ( ৩ জনকে ) আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, মো: মুশফিকুর রহমান আকাশ ( ৩৭ ), পিতা-মৃত জসিম উদ্দিন, সাং-পঞ্চপুকুর, থানা- নীলফামারি সদর, জেলা-নীলফামারি  মো: মোছা গাজী ( ৩৫ ), পিতা-মৃত মমরেজ গাজী, সাং-দিঘীরপাড় থানা-বেনাপুল, জেলা-যশোর,  মোঃ শরীফুল হোসেন ( ৩৩ ), পিতা-মো: ইসমাঈল হোসেন, সাং-দাইন্নাখোলা, থানা-বেনাপুল, জেলা- যশোর, তাদের গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত, কাভার্ড ভ্যানের ভিতরে থাকা, অনুমান ( ১২ টন ) অবৈধ পলিথিন যার অনুমানিক মূল্য ( ২৪ লক্ষ )  ২০ হাজার টাকা । গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত, পুলিশ হেফাজতে রয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিগণ , পরিবেশের জন্য ক্ষতিকর, নিষিদ্ধ পলিথিন পরিবহন ও বাজারজাত করণের কথা স্বীকার করে। এ সংক্রান্তে রায়পুরা থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে নরসিংদী  পুলিশ সুপারের কার্যালয়ে, এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন, নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধূরী।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

সংবাদ সম্মেলনে মাধ্যমে নির্বাচনে প্রার্থিতা বর্জনের ঘোষণা দিলেন সালথা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অহিদুজ্জামান

error: Content is protected !!

নরসিংদীতে পৃথক পৃথক অভিযানে ৪০ কেজি গাঁজা ও ১২ টন অবৈধ পলিথিনসহ আটক ৫

আপডেট টাইম : ১২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
নরসিংদী জেলা গোয়েন্দা শাখা কর্তৃক, দুই জন মাদক ব্যবসায়ীকে, ৪০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ আটক করা হয়েছে ।
নরসিংদী জেলা পুলিশের গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, খোকন চন্দ্র সরকার, এর তত্ত্বাবধানে, এসআই শেখ সেকেন্দর আলীর, নেতৃত্বে সংগীয় ফোর্সসহ, ( ২৪ জুলাই ), রাত ৯ .১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে । নরসিংদী মডেল থানাধীন, ভেলানগর সাকিনে জেলখানা গেইটের সামনে, ঢাকা – সিলেট মহাসড়কের উপর হতে । মো: নয়ন মিয়া (৪৪), পিতা- মৃত আ: রশিদ, সাং কলকলা পাড়া, থানা-সোনারগাও, জেলা-নারায়নগঞ্জ ।  মোছা: রোজিনা বেগম(৩৯), পিতা- মৃত বক্কর মিয়া, সাং-মায়াকাশি, থানা-হালুয়াঘাট জেলা ময়মনসিংহ ,  তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার, ও ( ৪০ কেজি ), গাঁজাসহ আটক করা হয় ।
উদ্ধারকৃত গাঁজা ও আটককৃত প্রাইভেটকার, গোয়েন্দা শাখার  হেফাজতে নেন। এ সংক্রান্তে নরসিংদী মডেল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অপর একটি অভিযানে জেলা গোয়েন্দা শাখার এসআই কবির হোসেন সংগীয় ফোর্সসহ, ( ২৫ জুলাই ) রাত  ১.৪৫ মিনিটে  গোপন সংবাদের ভিত্তিতে ।
নরসিংদী জেলার রায়পুরা থানাধীন গকুলনগর সাকিনস্থ লাল মিয়া ফিলিং স্টেশনের পশ্চিম পাশ থেকে, ড্রাইভারসহ
( ১২ টন ), অবৈধ পলিথিন ও একটি কাভার্ড ভ্যান, ( ৩ জনকে ) আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, মো: মুশফিকুর রহমান আকাশ ( ৩৭ ), পিতা-মৃত জসিম উদ্দিন, সাং-পঞ্চপুকুর, থানা- নীলফামারি সদর, জেলা-নীলফামারি  মো: মোছা গাজী ( ৩৫ ), পিতা-মৃত মমরেজ গাজী, সাং-দিঘীরপাড় থানা-বেনাপুল, জেলা-যশোর,  মোঃ শরীফুল হোসেন ( ৩৩ ), পিতা-মো: ইসমাঈল হোসেন, সাং-দাইন্নাখোলা, থানা-বেনাপুল, জেলা- যশোর, তাদের গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত, কাভার্ড ভ্যানের ভিতরে থাকা, অনুমান ( ১২ টন ) অবৈধ পলিথিন যার অনুমানিক মূল্য ( ২৪ লক্ষ )  ২০ হাজার টাকা । গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত, পুলিশ হেফাজতে রয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিগণ , পরিবেশের জন্য ক্ষতিকর, নিষিদ্ধ পলিথিন পরিবহন ও বাজারজাত করণের কথা স্বীকার করে। এ সংক্রান্তে রায়পুরা থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে নরসিংদী  পুলিশ সুপারের কার্যালয়ে, এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন, নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধূরী।