নরসিংদী জেলা গোয়েন্দা শাখা কর্তৃক, দুই জন মাদক ব্যবসায়ীকে, ৪০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ আটক করা হয়েছে ।
নরসিংদী জেলা পুলিশের গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, খোকন চন্দ্র সরকার, এর তত্ত্বাবধানে, এসআই শেখ সেকেন্দর আলীর, নেতৃত্বে সংগীয় ফোর্সসহ, ( ২৪ জুলাই ), রাত ৯ .১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে । নরসিংদী মডেল থানাধীন, ভেলানগর সাকিনে জেলখানা গেইটের সামনে, ঢাকা - সিলেট মহাসড়কের উপর হতে । মো: নয়ন মিয়া (৪৪), পিতা- মৃত আ: রশিদ, সাং কলকলা পাড়া, থানা-সোনারগাও, জেলা-নারায়নগঞ্জ । মোছা: রোজিনা বেগম(৩৯), পিতা- মৃত বক্কর মিয়া, সাং-মায়াকাশি, থানা-হালুয়াঘাট জেলা ময়মনসিংহ , তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার, ও ( ৪০ কেজি ), গাঁজাসহ আটক করা হয় ।
উদ্ধারকৃত গাঁজা ও আটককৃত প্রাইভেটকার, গোয়েন্দা শাখার হেফাজতে নেন। এ সংক্রান্তে নরসিংদী মডেল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অপর একটি অভিযানে জেলা গোয়েন্দা শাখার এসআই কবির হোসেন সংগীয় ফোর্সসহ, ( ২৫ জুলাই ) রাত ১.৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ।
নরসিংদী জেলার রায়পুরা থানাধীন গকুলনগর সাকিনস্থ লাল মিয়া ফিলিং স্টেশনের পশ্চিম পাশ থেকে, ড্রাইভারসহ
( ১২ টন ), অবৈধ পলিথিন ও একটি কাভার্ড ভ্যান, ( ৩ জনকে ) আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, মো: মুশফিকুর রহমান আকাশ ( ৩৭ ), পিতা-মৃত জসিম উদ্দিন, সাং-পঞ্চপুকুর, থানা- নীলফামারি সদর, জেলা-নীলফামারি মো: মোছা গাজী ( ৩৫ ), পিতা-মৃত মমরেজ গাজী, সাং-দিঘীরপাড় থানা-বেনাপুল, জেলা-যশোর, মোঃ শরীফুল হোসেন ( ৩৩ ), পিতা-মো: ইসমাঈল হোসেন, সাং-দাইন্নাখোলা, থানা-বেনাপুল, জেলা- যশোর, তাদের গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত, কাভার্ড ভ্যানের ভিতরে থাকা, অনুমান ( ১২ টন ) অবৈধ পলিথিন যার অনুমানিক মূল্য ( ২৪ লক্ষ ) ২০ হাজার টাকা । গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত, পুলিশ হেফাজতে রয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিগণ , পরিবেশের জন্য ক্ষতিকর, নিষিদ্ধ পলিথিন পরিবহন ও বাজারজাত করণের কথা স্বীকার করে। এ সংক্রান্তে রায়পুরা থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।