নরসিংদী জেলার মাননীয় পুলিশ সুপার, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে, জেলা গোয়েন্দা শাখার এসআই এম নঈমুল ইসলাম মোস্তাক সংগীয় ফোর্সসহ ( ২৪ জুলাই ২৩ ইং ), সকাল, ০৯.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে, শিবপুর মডেল থানাধীন মুনসেফেরচর ইটাখোলা সাকিনস্থ ধানসিঁড়ি হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর থেকে একটি পিকআপ গাড়ীর ড্রাইভার মো: আলামিন মিয়া, ( ২৪ ) পিতা-মো: আব্দুল মালেক সাং-রাজাপুর, মধ্যপাড়া, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লাকে ( ৩০ ) কেজি গাঁজাসহ একটি পিকআপ গাড়ী উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজা ও আটককৃত পিকআপ গাড়ী জব্দ তালিকা মূলে জব্দ করে নিজ হেফাজতে নেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে, ইতোপূর্বে ডিএমপি পল্টন থানায় ১টি মাদক মামলা রয়েছে। এ সংক্রান্তে শিবপুর মডেল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অপর একটি অভিযানে জেলা গোয়েন্দা শাখার এসআই এম নঈমুল ইসলাম মোস্তক সংগীয় ফোর্সসহ ( ২৩ জুলাই ), ২১.৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে, নরসিংদী মডেল থানাধীন, তরোয়াস্থ জেলাখানার মোড়, মিনার মসজিদ এর পূর্ব পাশ হতে, মোটর সাইকেল চালক আবুল বাশার ( ৪৮ ), পিতা-মীর আহাম্মদ, সাং-তুতুরবিল, থানা-উখিয়া, জেলা- কক্সবাজার।
গ্রেফতার কিতর নিকট হতে, ( ৩৫০০ পিচ ) ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এবং তার ব্যবহৃত মোটর সাইকেলটি আটক করে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও আটককৃত মোটর সাইকেলটি জব্দ তালিকা মূলে জব্দ করে নিজ হেফাজতে নেন।
- আরও পড়ুনঃ গোমস্তাপুরে কৃষক কৃষাণীদের নিয়ে মাঠ দিবস
এ সংক্রান্তে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
প্রিন্ট