ফরিদপুরের সদরপুরে প্রশাসনের উদ্যোগে পাবলিক সার্ভিস দিবস ২০২৩ উদ্যাপিত হয়েছে। গতকাল রবিবার সকালে “সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” প্রতিপাদ্যে একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল এর সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা।
সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জামসেদ, উপজেলা কৃষি কর্মকর্তা , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম এলজিইডি অফিসার আব্দুল মোমেন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রিন্ট