নড়াইলে শয়ন শেখ (১২) নামে এক শিশুর মৃত দেহ পাওয়া গেছে। ২০ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার সময় সদর উপজেলার নিধিখোলা গ্রামের পাশের একটি বাগানে তার লাশ পাওয়া যায়। সে নিধিখোলা গ্রামের নাজমুল শেখ এর ছেলে।
সকালে স্থানীয়রা শয়ন শেখ (১২) লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে সংবাদ দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, নিহতের গলায় কালোদাগ রয়েছে। রশি জাতীয় কিছুদিয়ে তার গলায় পেচিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিস্তারিত পরে জানানো যাবে।
প্রিন্ট