ঢাকা , বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

নরসিংদীতে ২৩০ বোতল ফেন্সিডিল সহ ২ ব্যবসায়ী ও দেশীয় অস্ত্র সহ ৫ ডাকাত গ্রেফতার

নরসিংদী জেলার সুযোগ্য পুলিশ সুপার  মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম  দিক নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার  অফিসার ইনচার্জ জনাব খোকন চন্দ্র সরকার  তত্ত্বাবধানে,  নরসিংদী জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) নঈমুল ইসলাম মোস্তাক, সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ, নরসিংদী জেলা গোয়েন্দা শাখা কর্তৃক, পৃথক অভিযানে ১টি পিকআপ-এ ০২ জন মাদক ব্যবসায়ীকে ২৩০ বোতল ফেন্সিডিল, এবং অন্য একটি অভিযানে ডাকাতির প্রস্ততিকালে ১টি প্রাইভেটকার ও দেশীয় অস্ত্রসহ ৫ জন ডাকাতকে গ্রেফতার করেন ।
( ১৯ জুলাই ) সকাল ০৭.২০ ঘটিকায় নরসিংদী জেলা গোয়েন্দা শাখার অফিসার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয়  ফোর্স নিয়ে, শিবপুর মডেল থানাধীন মধ্য-কারারচর সাকিনস্থ মদিনা জুট মিলের সামনে, পাকা রাস্তার উপর চেকপোস্ট করাকালে, একটি পিকআপ গাড়ী যার রেজিস্ট্রশন নং-ঢাকা মেট্রো-ন-২০-৫৫৯২ থামিয়ে গাড়ীতে থাকা, ১৷ মো: ফালান (২১), পিতা-চান মিয়া, সাং-নয়াপাড়া,  ২৷ মো: মনির হোসেন (১৮), পিতা-মো: নয়ন মিয়া, সাং-বীরগাও উভয় থানা-মনোহরদী, জেলা- নরসিংদীদ্বয় পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করে, উপস্থিত স্বাক্ষীদের সামনে পিকআপ গাড়ীতে থাকা, ২৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন ।
উদ্ধারকৃত ২৩০ বোতল ফেন্সিডিল ও পিকআপ গাড়ীটি জব্দ তালিকা মূলে ২৩০ বোতল ফেন্সিডিল ও একটি পিকআপ গাড়ি জব্দ করেন। এই সংক্রান্তে শিবপুর মডেল থানায় । মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮,  মামলা করা হয়েছে।
অন্য একটি অভিযানে জেলা গোয়েন্দা শাখার একটি দল, নরসিংদী মডেল থানাধীন ভেলানগর, এর সততা হাসপাতালের সামনে ঢাকা সিলেট মহা-সড়কের পাকা রাস্তার উপর হতে ডাকাতির প্রস্তুতিকালে, ১৷ মো: আব্দুল আউয়াল(৪২), পিতা-মৃত আব্দুল খালেক সাং-আসানপুর, থানা-দেবিদ্বার, জেলা-কুমিল্লা এ/পি-সাং-কামারপাড়া (মনির এর বাড়ির ভাড়াটিয়া) ব্লক বি, ওয়ার্ড নংগ ০৬ থানা-তুরাগ জেলা-ঢাকা, ২৷ মো: আবিদ হাসান নাহিদ(২১), পিতা-শেখ রফিকুল ইসলাম সাং-হরিডালি, থানা- পাইকগাছা, জেলা-খুলনা এ/পি- সাং-বিরুলিয়া (মফিজুল শেখের বাড়ির ভাড়াটিয়া) ওয়ার্ড নং-০৭, থানা-সাভার, জেলা-ঢাকা, ৩৷ মো: ইমরান(৩০), পিতা-মৃত শওকত আলী, সাং-ফতেহ মোহাম্মাদপুর, থানা- ঈশ্বরদী, জেলা-পাবনা এ/পি-মিরপুর কালচীর মোড় ১২ নম্বর (হাকিম এর বাড়িতে থাকে), থানা-মিরপুর, জেলা-ঢাকা, ৪৷ শাকিল আহমেদ (২৬), পিতা-শামসু মিয়া, সাং-মসছলেন্দপর, থানা-নাসিরনগর, জেলা-ব্রাহ্মনবাড়িয়া এ/পি-সাং-উওরা ১৫ নম্বর সেক্টর (হাজী নুরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া) থানা-তুরাগ, জেলা-ঢাকা, ৫৷ আফজাল আহমেদ জনি(১৯), পিতা-শামসু মিয়া, সাং- মসছলেন্দপুর, থানা-নাসিরনগর, জেলা- ব্রাহ্মনবাড়িয়াদের গ্রেফতার করে, এবং তাদের হেফাজত হতে থাকা ৩টি চা-পাতি , ২টি ছুরি , ১টি প্রাইভেটকার উদ্ধার করে ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

নরসিংদীতে ২৩০ বোতল ফেন্সিডিল সহ ২ ব্যবসায়ী ও দেশীয় অস্ত্র সহ ৫ ডাকাত গ্রেফতার

আপডেট টাইম : ০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :
নরসিংদী জেলার সুযোগ্য পুলিশ সুপার  মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম  দিক নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার  অফিসার ইনচার্জ জনাব খোকন চন্দ্র সরকার  তত্ত্বাবধানে,  নরসিংদী জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) নঈমুল ইসলাম মোস্তাক, সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ, নরসিংদী জেলা গোয়েন্দা শাখা কর্তৃক, পৃথক অভিযানে ১টি পিকআপ-এ ০২ জন মাদক ব্যবসায়ীকে ২৩০ বোতল ফেন্সিডিল, এবং অন্য একটি অভিযানে ডাকাতির প্রস্ততিকালে ১টি প্রাইভেটকার ও দেশীয় অস্ত্রসহ ৫ জন ডাকাতকে গ্রেফতার করেন ।
( ১৯ জুলাই ) সকাল ০৭.২০ ঘটিকায় নরসিংদী জেলা গোয়েন্দা শাখার অফিসার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয়  ফোর্স নিয়ে, শিবপুর মডেল থানাধীন মধ্য-কারারচর সাকিনস্থ মদিনা জুট মিলের সামনে, পাকা রাস্তার উপর চেকপোস্ট করাকালে, একটি পিকআপ গাড়ী যার রেজিস্ট্রশন নং-ঢাকা মেট্রো-ন-২০-৫৫৯২ থামিয়ে গাড়ীতে থাকা, ১৷ মো: ফালান (২১), পিতা-চান মিয়া, সাং-নয়াপাড়া,  ২৷ মো: মনির হোসেন (১৮), পিতা-মো: নয়ন মিয়া, সাং-বীরগাও উভয় থানা-মনোহরদী, জেলা- নরসিংদীদ্বয় পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করে, উপস্থিত স্বাক্ষীদের সামনে পিকআপ গাড়ীতে থাকা, ২৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন ।
উদ্ধারকৃত ২৩০ বোতল ফেন্সিডিল ও পিকআপ গাড়ীটি জব্দ তালিকা মূলে ২৩০ বোতল ফেন্সিডিল ও একটি পিকআপ গাড়ি জব্দ করেন। এই সংক্রান্তে শিবপুর মডেল থানায় । মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮,  মামলা করা হয়েছে।
অন্য একটি অভিযানে জেলা গোয়েন্দা শাখার একটি দল, নরসিংদী মডেল থানাধীন ভেলানগর, এর সততা হাসপাতালের সামনে ঢাকা সিলেট মহা-সড়কের পাকা রাস্তার উপর হতে ডাকাতির প্রস্তুতিকালে, ১৷ মো: আব্দুল আউয়াল(৪২), পিতা-মৃত আব্দুল খালেক সাং-আসানপুর, থানা-দেবিদ্বার, জেলা-কুমিল্লা এ/পি-সাং-কামারপাড়া (মনির এর বাড়ির ভাড়াটিয়া) ব্লক বি, ওয়ার্ড নংগ ০৬ থানা-তুরাগ জেলা-ঢাকা, ২৷ মো: আবিদ হাসান নাহিদ(২১), পিতা-শেখ রফিকুল ইসলাম সাং-হরিডালি, থানা- পাইকগাছা, জেলা-খুলনা এ/পি- সাং-বিরুলিয়া (মফিজুল শেখের বাড়ির ভাড়াটিয়া) ওয়ার্ড নং-০৭, থানা-সাভার, জেলা-ঢাকা, ৩৷ মো: ইমরান(৩০), পিতা-মৃত শওকত আলী, সাং-ফতেহ মোহাম্মাদপুর, থানা- ঈশ্বরদী, জেলা-পাবনা এ/পি-মিরপুর কালচীর মোড় ১২ নম্বর (হাকিম এর বাড়িতে থাকে), থানা-মিরপুর, জেলা-ঢাকা, ৪৷ শাকিল আহমেদ (২৬), পিতা-শামসু মিয়া, সাং-মসছলেন্দপর, থানা-নাসিরনগর, জেলা-ব্রাহ্মনবাড়িয়া এ/পি-সাং-উওরা ১৫ নম্বর সেক্টর (হাজী নুরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া) থানা-তুরাগ, জেলা-ঢাকা, ৫৷ আফজাল আহমেদ জনি(১৯), পিতা-শামসু মিয়া, সাং- মসছলেন্দপুর, থানা-নাসিরনগর, জেলা- ব্রাহ্মনবাড়িয়াদের গ্রেফতার করে, এবং তাদের হেফাজত হতে থাকা ৩টি চা-পাতি , ২টি ছুরি , ১টি প্রাইভেটকার উদ্ধার করে ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রিন্ট