ঢাকা , মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খোকসায় বিএনপি’র আহবায়ক কমিটি প্রকাশ করায় আনন্দ মিছিল Logo আগে বিচার হবে সংস্কার হবে এরপরে নির্বাচন Logo চুয়াডাঙ্গা জেলা কারাগার মাসিক পরিদর্শন Logo মধুখালীতে শিষা কারখানয় বিস্ফোরণের দগ্ধ শ্রমিকের মৃত্যু Logo খোকসায় জাবাল-ই-নূর মাধ্যমিক বিদ্যালয় উদ্বোধন Logo নড়াইলে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতিকে কুপিয়ে জখম Logo ফরিদপুরে রোটারি ক্লাবের উদ্যোগ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত Logo ছাত্রদের অধিকার আদায়ে মেজর জিয়া ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেনঃ -শামা ওবায়েদ Logo নাটোরে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১ Logo চট্টগ্রামের পটিয়ায় পাহাড় কাটার দায়ে ৩ জনের কারাদণ্ড
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

নরসিংদীতে ২৩০ বোতল ফেন্সিডিল সহ ২ ব্যবসায়ী ও দেশীয় অস্ত্র সহ ৫ ডাকাত গ্রেফতার

নরসিংদী জেলার সুযোগ্য পুলিশ সুপার  মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম  দিক নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার  অফিসার ইনচার্জ জনাব খোকন চন্দ্র সরকার  তত্ত্বাবধানে,  নরসিংদী জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) নঈমুল ইসলাম মোস্তাক, সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ, নরসিংদী জেলা গোয়েন্দা শাখা কর্তৃক, পৃথক অভিযানে ১টি পিকআপ-এ ০২ জন মাদক ব্যবসায়ীকে ২৩০ বোতল ফেন্সিডিল, এবং অন্য একটি অভিযানে ডাকাতির প্রস্ততিকালে ১টি প্রাইভেটকার ও দেশীয় অস্ত্রসহ ৫ জন ডাকাতকে গ্রেফতার করেন ।
( ১৯ জুলাই ) সকাল ০৭.২০ ঘটিকায় নরসিংদী জেলা গোয়েন্দা শাখার অফিসার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয়  ফোর্স নিয়ে, শিবপুর মডেল থানাধীন মধ্য-কারারচর সাকিনস্থ মদিনা জুট মিলের সামনে, পাকা রাস্তার উপর চেকপোস্ট করাকালে, একটি পিকআপ গাড়ী যার রেজিস্ট্রশন নং-ঢাকা মেট্রো-ন-২০-৫৫৯২ থামিয়ে গাড়ীতে থাকা, ১৷ মো: ফালান (২১), পিতা-চান মিয়া, সাং-নয়াপাড়া,  ২৷ মো: মনির হোসেন (১৮), পিতা-মো: নয়ন মিয়া, সাং-বীরগাও উভয় থানা-মনোহরদী, জেলা- নরসিংদীদ্বয় পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করে, উপস্থিত স্বাক্ষীদের সামনে পিকআপ গাড়ীতে থাকা, ২৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন ।
উদ্ধারকৃত ২৩০ বোতল ফেন্সিডিল ও পিকআপ গাড়ীটি জব্দ তালিকা মূলে ২৩০ বোতল ফেন্সিডিল ও একটি পিকআপ গাড়ি জব্দ করেন। এই সংক্রান্তে শিবপুর মডেল থানায় । মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮,  মামলা করা হয়েছে।
অন্য একটি অভিযানে জেলা গোয়েন্দা শাখার একটি দল, নরসিংদী মডেল থানাধীন ভেলানগর, এর সততা হাসপাতালের সামনে ঢাকা সিলেট মহা-সড়কের পাকা রাস্তার উপর হতে ডাকাতির প্রস্তুতিকালে, ১৷ মো: আব্দুল আউয়াল(৪২), পিতা-মৃত আব্দুল খালেক সাং-আসানপুর, থানা-দেবিদ্বার, জেলা-কুমিল্লা এ/পি-সাং-কামারপাড়া (মনির এর বাড়ির ভাড়াটিয়া) ব্লক বি, ওয়ার্ড নংগ ০৬ থানা-তুরাগ জেলা-ঢাকা, ২৷ মো: আবিদ হাসান নাহিদ(২১), পিতা-শেখ রফিকুল ইসলাম সাং-হরিডালি, থানা- পাইকগাছা, জেলা-খুলনা এ/পি- সাং-বিরুলিয়া (মফিজুল শেখের বাড়ির ভাড়াটিয়া) ওয়ার্ড নং-০৭, থানা-সাভার, জেলা-ঢাকা, ৩৷ মো: ইমরান(৩০), পিতা-মৃত শওকত আলী, সাং-ফতেহ মোহাম্মাদপুর, থানা- ঈশ্বরদী, জেলা-পাবনা এ/পি-মিরপুর কালচীর মোড় ১২ নম্বর (হাকিম এর বাড়িতে থাকে), থানা-মিরপুর, জেলা-ঢাকা, ৪৷ শাকিল আহমেদ (২৬), পিতা-শামসু মিয়া, সাং-মসছলেন্দপর, থানা-নাসিরনগর, জেলা-ব্রাহ্মনবাড়িয়া এ/পি-সাং-উওরা ১৫ নম্বর সেক্টর (হাজী নুরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া) থানা-তুরাগ, জেলা-ঢাকা, ৫৷ আফজাল আহমেদ জনি(১৯), পিতা-শামসু মিয়া, সাং- মসছলেন্দপুর, থানা-নাসিরনগর, জেলা- ব্রাহ্মনবাড়িয়াদের গ্রেফতার করে, এবং তাদের হেফাজত হতে থাকা ৩টি চা-পাতি , ২টি ছুরি , ১টি প্রাইভেটকার উদ্ধার করে ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

খোকসায় বিএনপি’র আহবায়ক কমিটি প্রকাশ করায় আনন্দ মিছিল

error: Content is protected !!

নরসিংদীতে ২৩০ বোতল ফেন্সিডিল সহ ২ ব্যবসায়ী ও দেশীয় অস্ত্র সহ ৫ ডাকাত গ্রেফতার

আপডেট টাইম : ০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :
নরসিংদী জেলার সুযোগ্য পুলিশ সুপার  মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম  দিক নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার  অফিসার ইনচার্জ জনাব খোকন চন্দ্র সরকার  তত্ত্বাবধানে,  নরসিংদী জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) নঈমুল ইসলাম মোস্তাক, সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ, নরসিংদী জেলা গোয়েন্দা শাখা কর্তৃক, পৃথক অভিযানে ১টি পিকআপ-এ ০২ জন মাদক ব্যবসায়ীকে ২৩০ বোতল ফেন্সিডিল, এবং অন্য একটি অভিযানে ডাকাতির প্রস্ততিকালে ১টি প্রাইভেটকার ও দেশীয় অস্ত্রসহ ৫ জন ডাকাতকে গ্রেফতার করেন ।
( ১৯ জুলাই ) সকাল ০৭.২০ ঘটিকায় নরসিংদী জেলা গোয়েন্দা শাখার অফিসার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয়  ফোর্স নিয়ে, শিবপুর মডেল থানাধীন মধ্য-কারারচর সাকিনস্থ মদিনা জুট মিলের সামনে, পাকা রাস্তার উপর চেকপোস্ট করাকালে, একটি পিকআপ গাড়ী যার রেজিস্ট্রশন নং-ঢাকা মেট্রো-ন-২০-৫৫৯২ থামিয়ে গাড়ীতে থাকা, ১৷ মো: ফালান (২১), পিতা-চান মিয়া, সাং-নয়াপাড়া,  ২৷ মো: মনির হোসেন (১৮), পিতা-মো: নয়ন মিয়া, সাং-বীরগাও উভয় থানা-মনোহরদী, জেলা- নরসিংদীদ্বয় পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করে, উপস্থিত স্বাক্ষীদের সামনে পিকআপ গাড়ীতে থাকা, ২৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন ।
উদ্ধারকৃত ২৩০ বোতল ফেন্সিডিল ও পিকআপ গাড়ীটি জব্দ তালিকা মূলে ২৩০ বোতল ফেন্সিডিল ও একটি পিকআপ গাড়ি জব্দ করেন। এই সংক্রান্তে শিবপুর মডেল থানায় । মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮,  মামলা করা হয়েছে।
অন্য একটি অভিযানে জেলা গোয়েন্দা শাখার একটি দল, নরসিংদী মডেল থানাধীন ভেলানগর, এর সততা হাসপাতালের সামনে ঢাকা সিলেট মহা-সড়কের পাকা রাস্তার উপর হতে ডাকাতির প্রস্তুতিকালে, ১৷ মো: আব্দুল আউয়াল(৪২), পিতা-মৃত আব্দুল খালেক সাং-আসানপুর, থানা-দেবিদ্বার, জেলা-কুমিল্লা এ/পি-সাং-কামারপাড়া (মনির এর বাড়ির ভাড়াটিয়া) ব্লক বি, ওয়ার্ড নংগ ০৬ থানা-তুরাগ জেলা-ঢাকা, ২৷ মো: আবিদ হাসান নাহিদ(২১), পিতা-শেখ রফিকুল ইসলাম সাং-হরিডালি, থানা- পাইকগাছা, জেলা-খুলনা এ/পি- সাং-বিরুলিয়া (মফিজুল শেখের বাড়ির ভাড়াটিয়া) ওয়ার্ড নং-০৭, থানা-সাভার, জেলা-ঢাকা, ৩৷ মো: ইমরান(৩০), পিতা-মৃত শওকত আলী, সাং-ফতেহ মোহাম্মাদপুর, থানা- ঈশ্বরদী, জেলা-পাবনা এ/পি-মিরপুর কালচীর মোড় ১২ নম্বর (হাকিম এর বাড়িতে থাকে), থানা-মিরপুর, জেলা-ঢাকা, ৪৷ শাকিল আহমেদ (২৬), পিতা-শামসু মিয়া, সাং-মসছলেন্দপর, থানা-নাসিরনগর, জেলা-ব্রাহ্মনবাড়িয়া এ/পি-সাং-উওরা ১৫ নম্বর সেক্টর (হাজী নুরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া) থানা-তুরাগ, জেলা-ঢাকা, ৫৷ আফজাল আহমেদ জনি(১৯), পিতা-শামসু মিয়া, সাং- মসছলেন্দপুর, থানা-নাসিরনগর, জেলা- ব্রাহ্মনবাড়িয়াদের গ্রেফতার করে, এবং তাদের হেফাজত হতে থাকা ৩টি চা-পাতি , ২টি ছুরি , ১টি প্রাইভেটকার উদ্ধার করে ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রিন্ট