মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষক-কর্মচারী জাতীয়করণের দাবিতে ভেড়ামারা উপজেলা চত্বরে মানববন্ধন সভা শেষে শিক্ষক নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডর কাছে স্মারকলিপি প্রদান করেন।
এই মানববন্ধনে কুষ্টিয়ার ভেড়ামারার মোট ৩২টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা অংশ গ্রহণ করেন।
ভেড়ামারায় ১৮ জুলাই মঙ্গলবার সকাল ১১ টার সময় মানববন্ধন কর্মসূচি সভায় সভাপতিত্ব করেন হাজী আফসার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান সান্টু।
বক্তব্য রাখেন, ধরমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা। সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনোয়ার হোসেন। বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন। গোলাম ফারুক। জগশ্বর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আমজাদ হোসেন। এ এস কে এম পি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রোকসানা খাতুন। কফেজাননেছা ও হাজী নিয়ামত উল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এনামুল হক প্রমুখ।
সরেজমিনে ভেড়ামারা উপজেলার সবুজ কলি মাধ্যমিক বিদ্যালয়ে সকাল সাড়ে ১০ টায় গিয়ে দেখা যায়, সকল শ্রেণিকক্ষে তালা ঝুলছে। বিদ্যালয়ে কোন শিক্ষার্থী নেই। শিক্ষার্থীরা সকাল ১০টায় বিদ্যালয়ে আসলেও শিক্ষকদের একদফার আন্দোলনের জন্য মানববন্ধন কর্মসূচিতে যোগদান করেন।
বাংলাদেশ শিক্ষক সমিতি (ইঞঅ) ভেড়ামারা শাখার শিক্ষক নেতা হাজী আফসার উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান সান্টু ও ধরমপুর মাধ্যমিক বিদ্যালয়ের গোলাম মোস্তফা বলেন, সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী উপজেলার ৩২টি মাধ্যমিক বিদ্যালয়ে গত রবিবার (১৬ জুলাই) সকাল থেকে তালা ঝুলিয়ে আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে আসছি। এতে শিক্ষার্থীদের পাঠদান কিছুটা বেঘাত ঘটলেও পরবর্তীতে শিক্ষকরা সেটি পুষিতে দেবেন।
আন্দোলনরত ভেড়ামারা মানববন্ধন সভায় শিক্ষকরা বলেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসরে যাওয়ার পর অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। ফলে অনেক শিক্ষক-কর্মচারী টাকা পাওয়ার আগেই অর্থাভাবে বিনাচিকৎসায় মৃত্যুবরণ করেন। তাছাড়া কয়েক বছর ধরে কোনও ধরনের সুবিধা না দিয়েই অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্ট খাতে শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত চার শতাংশ কাটা হচ্ছে। এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলসহ অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট অফিস ঘেরাও করতে বাধ্য হয়েছিলেন শিক্ষকরা। কিন্তু এখন পর্যন্ত কোনও প্রতিকার পাওয়া যায়নি। তাই আমাদের এক দফা দাবি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ না হওয়া পযর্ন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
এদিকে বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ভেড়ামারা সকাল থেকে ক্লাস বন্ধ রেখে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মঘট পালন করছেন শিক্ষকরা।
এ ব্যাপারে শিক্ষক নেতা মজিবুর রহমান সান্টু,আব্দুর হাই সিদ্দিকী ও গোলাম মোস্তফা ও লোকমান হোসেন জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ আন্দোলন চলবে।
প্রিন্ট