ঢাকা , শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ২৯ বছরের অবদান ইতিহাসের পাতায় দৃষ্টান্ত হয়ে থাকবেঃ -প্রফেসর ড. সন্দীপক মল্লিক Logo খোকসায় মুক্তিযোদ্ধা দিয়ানত আলী মাস্টার ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন Logo ফরিদপুরে আইডিইবির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‌ Logo এম এ আজিজ গোল্ড কাপ ফুটবলের ‌ ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo ফ্যাসিবাদের পতন হলেও দেশ স্বৈরাচার মুক্ত হয়নি — হারুন অর রশীদ Logo বেনাপোলে বেগম খালেদা জিয়া ও রকিবুল ইসলাম বকুলের সুস্থতা কামনায় দোয়া মাহফিল Logo হাতিয়ায় শহীদ রিজভীর কবর জিয়ারত করলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামীম Logo মাইলস্টোন ট্র্যাজেডি: নিহত অভিভাবক রজনীর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন Logo রংপুরে হিন্দু বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার ৫ জনের ২ দিন করে রিমান্ড মঞ্জুর Logo আলফাডাঙ্গায় চলছে নদীভাঙনের তাণ্ডব, আতঙ্কে দিন কাটছে শত শত পরিবার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

প্রেমতলীর এসআই বরুন প্রত্যাহার, ইনচার্জ বহাল

সেলিম সানোয়ার পলাশ:

 

রাজশাহীর গোদাগাড়ী থানাধীন প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের আলোচিত উপপরিদর্শক (এসআই) বরুন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগের অন্ত ছিল না। বৃহস্পতিবার (৩১ জুলাই) জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম তাঁকে তদন্ত কেন্দ্র থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করেন।

 

ওই দিন রাতেই এসআই বরুন কুমার সরকার তদন্ত কেন্দ্র ছেড়ে পুলিশ লাইন্সে চলে যান। এর আগের দিন (৩০ জুলাই) অনলাইনে ‘প্রেমতলীতে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজি ও হুমকির অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সেখানে বলা হয়, প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক এসএম মাকসুদুর রহমানের প্রশ্রয়ে এসআই বরুন কুমার বেপরোয়া হয়ে উঠেছিলেন।

 

সংবাদ প্রকাশের পরপরই তদন্ত শুরু হয়। যেসব ভুক্তভোগীর বক্তব্য সংবাদটিতে উঠে আসে, পুলিশ তাদের সঙ্গে যোগাযোগ করে অভিযোগের সত্যতা যাচাই করে। ভুক্তভোগীরা অভিযোগ সত্য বললে এসআই বরুনকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়।

 

উপজেলার বড়গাছি গ্রামের আজিবুল হাসান অভিযোগ করে বলেন, মাটিকাটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য উকিল আলীর ভাই নবাব আলী তাঁকে পূর্বপরিকল্পিতভাবে মারধর করেন। তিনি পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করলে ইনচার্জ মাকসুদুর রহমান তা তদন্তের দায়িত্ব দেন এসআই বরুনকে। গত সোমবার দুপুরে বরুন সরকার তাঁকে ডেকে নিয়ে মীমাংসার জন্য চাপ দেন। এমনকি বরুনের ফোন থেকে কথা বলার সময় ইউপি সদস্য উকিল আলী তাঁকে তুলে নিয়ে গিয়ে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেন।

 

আজিবুল জানান, সংবাদ প্রকাশের পর বৃহস্পতিবার বিকেলে সাদা পোশাকে দুজন পুলিশ কর্মকর্তা তাঁর সঙ্গে দেখা করে অভিযোগের সত্যতা জানতে চান। তিনি তাদের কাছে অভিযোগ সত্য বলে জানান এবং প্রমাণ হিসেবে বরুনের ফোন থেকে উকিল আলীর হুমকির ভিডিও প্রদান করেন।

 

স্থানীয়রা জানান, ইনচার্জ মাকসুদুর রহমান ও এসআই বরুন বেপরোয়া হয়ে উঠেছিলেন। অভিযোগ পেলেই তাঁরা পক্ষপাতিত্ব করতেন এবং মামলা ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন। বরুনের প্রত্যাহারে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা ইনচার্জ মাকসুদুর রহমানকেও প্রত্যাহারের দাবি জানান।

 

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, “এসআই বরুন কুমার সরকারকে তদন্ত কেন্দ্র থেকে প্রত্যাহার করা হয়েছে। ইনচার্জ মাকসুদুর রহমান এখনও রয়েছেন। তাঁর বিরুদ্ধেও যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে তদন্ত হবে।”


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

২৯ বছরের অবদান ইতিহাসের পাতায় দৃষ্টান্ত হয়ে থাকবেঃ -প্রফেসর ড. সন্দীপক মল্লিক

error: Content is protected !!

প্রেমতলীর এসআই বরুন প্রত্যাহার, ইনচার্জ বহাল

আপডেট টাইম : ১৯ ঘন্টা আগে
সেলিম সানোয়ার পলাশ, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি :

সেলিম সানোয়ার পলাশ:

 

রাজশাহীর গোদাগাড়ী থানাধীন প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের আলোচিত উপপরিদর্শক (এসআই) বরুন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগের অন্ত ছিল না। বৃহস্পতিবার (৩১ জুলাই) জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম তাঁকে তদন্ত কেন্দ্র থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করেন।

 

ওই দিন রাতেই এসআই বরুন কুমার সরকার তদন্ত কেন্দ্র ছেড়ে পুলিশ লাইন্সে চলে যান। এর আগের দিন (৩০ জুলাই) অনলাইনে ‘প্রেমতলীতে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজি ও হুমকির অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সেখানে বলা হয়, প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক এসএম মাকসুদুর রহমানের প্রশ্রয়ে এসআই বরুন কুমার বেপরোয়া হয়ে উঠেছিলেন।

 

সংবাদ প্রকাশের পরপরই তদন্ত শুরু হয়। যেসব ভুক্তভোগীর বক্তব্য সংবাদটিতে উঠে আসে, পুলিশ তাদের সঙ্গে যোগাযোগ করে অভিযোগের সত্যতা যাচাই করে। ভুক্তভোগীরা অভিযোগ সত্য বললে এসআই বরুনকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়।

 

উপজেলার বড়গাছি গ্রামের আজিবুল হাসান অভিযোগ করে বলেন, মাটিকাটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য উকিল আলীর ভাই নবাব আলী তাঁকে পূর্বপরিকল্পিতভাবে মারধর করেন। তিনি পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করলে ইনচার্জ মাকসুদুর রহমান তা তদন্তের দায়িত্ব দেন এসআই বরুনকে। গত সোমবার দুপুরে বরুন সরকার তাঁকে ডেকে নিয়ে মীমাংসার জন্য চাপ দেন। এমনকি বরুনের ফোন থেকে কথা বলার সময় ইউপি সদস্য উকিল আলী তাঁকে তুলে নিয়ে গিয়ে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেন।

 

আজিবুল জানান, সংবাদ প্রকাশের পর বৃহস্পতিবার বিকেলে সাদা পোশাকে দুজন পুলিশ কর্মকর্তা তাঁর সঙ্গে দেখা করে অভিযোগের সত্যতা জানতে চান। তিনি তাদের কাছে অভিযোগ সত্য বলে জানান এবং প্রমাণ হিসেবে বরুনের ফোন থেকে উকিল আলীর হুমকির ভিডিও প্রদান করেন।

 

স্থানীয়রা জানান, ইনচার্জ মাকসুদুর রহমান ও এসআই বরুন বেপরোয়া হয়ে উঠেছিলেন। অভিযোগ পেলেই তাঁরা পক্ষপাতিত্ব করতেন এবং মামলা ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন। বরুনের প্রত্যাহারে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা ইনচার্জ মাকসুদুর রহমানকেও প্রত্যাহারের দাবি জানান।

 

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, “এসআই বরুন কুমার সরকারকে তদন্ত কেন্দ্র থেকে প্রত্যাহার করা হয়েছে। ইনচার্জ মাকসুদুর রহমান এখনও রয়েছেন। তাঁর বিরুদ্ধেও যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে তদন্ত হবে।”


প্রিন্ট