সুসম্পর্ক, সেতু বন্ধন ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যায়ে আয়োজন করা হয়, প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট। নিজেদের সুবাসটা ছড়াতে নিজেরাই এর আয়োজন করেন দাশ সম্প্রদায় । আয়োজন থেকে শুরু করে সবকিছুই করেছেন নিজেরাই। আতিথিয়েতারও কমতি রাখেননি।
শ্রেণী পেশার অগনিত দর্শক খেলার মাঠে উপস্থিত হয়ে উপভোগ করেন ক্রীড়া নৈপুন্য। দলগতভাবে খেলা দেখিয়ে নিজেদের মেলে ধরেন দাশ সম্প্রদায়ের খেলোয়াড়রা। তাদের কেউ কলেজে কেউ হাইস্কুলে লেখা পড়া করে।
শুক্রবার (১৪-৭-২০২৩) দিনব্যাপি খেলায় অংশগ্রহন করে কুষ্টিয়া, নাটোর ও রাজশাহীর দাস সম্পদায়ের ৮টি ফুটবল দল। দলগুলো ছিল-কুষ্টিয়ার দৌলতপুর , নাটোরের বড়াইগ্রাম, রায়পুর, জৈয়ন্তাপুর, চন্ডিপুর, রাজশাহীর দুর্গাপুর, বাঘার সুলতানপুর, কিশোরপুর পদ্মা ফুটবল একাদশ। সকাল ১০ টায় খেলা শুরু হয়ে ফাইনাল ম্যাচ দিয়ে খেলা শেষ হয় এইদিন সাড়ে ৬টায় ।
চ্যাম্পিয়ন দল, কিশোরপুর পদ্মা ফুটবল একাদশ ২-০ গোলে আড়ানি ফুটবল দলকে পরাজিত করে। প্রাউজমানি পেযেছেন চ্যাম্পিয়ন দল ৫০০০(পাঁচ) হাজার টাকা আর রানার্সআপ দল ৩০০০(তিন) হাজার টাকা । এছাড়াও সেরা খেলোয়াড়, সেরা গোল কিপার, সেরা গোলদাতা ও খেলা সংশ্লিষ্টদের পুরুস্কৃত করা হয়। রাজশাহীর বাঘা উপজেলার কিশোরপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নাামেন্ট খেলার আয়োজন করে, উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর গ্রামের দাশ সম্প্রদায়।
খেলা পরিচালক ওমর ফারুক জানান, সেরা খেলোয়ার ও ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন-কিশোরপুর ফুটবল দলের আকাশ দাশ ও রীত্তিক দাশ। সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন নাটারের বাগাতিপাড়া উপজেলার জৈয়ন্তপুর (চিম্মপুর) ফুটলবল দলের খোকন দাশ। সহকারি পরিচালক ছিলেন-রবিন উদ্দীন ও আলা উদ্দীন। ১০ মিনিট বিরতিসহ খেলার সময় নির্ধারন ছিল ৫০ মিনিটি।
নাটেরের দূর্গাপুর দলের প্রশান্ত দাশ, রাজশাহীর আড়ানী দলের দ্বীপ দাশ, কুষ্টিয়ার দৌলতপুর দলের নিখিল দাশ তাদের অনুভুতি ব্যক্ত করে বলেন, এমন আয়োজনে তাদের সেতু বন্ধন সৃষ্টি হয়েছে।
উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা গ্রামের চন্দনা রানী দাশ বলেন,এমন আয়োজন শুধু নিজ সম্প্রদায়কেই নয়,ভিন্ন সম্প্রদায়ের মানুষের মনেও আনন্দ যুগিয়েছে। এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবখানে।
আয়োজক কমিটির অন্যতম সদস্য ও কিশোরপুর পদ্মা ফুটবল দলের দলীয় ক্যাপ্টেন রতন চন্দ্র দাশ বলেন, নিজেদের যোগ্যতা প্রমানসহ সুসম্পর্ক তৈরি,সন্তানদের আধুনিকতায় রূপান্তর ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে প্রাইজমানি ফুটবল টুর্নাামেন্ট’র আয়োজন। উপজেলার প্রত্যান্ত গ্রামে বছরের পর বছর খেলার ঐতিহ্য ধরে রাখতে চান তারা।
পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাবেক ইউপি সদস্য, আ’লীগ নেতা মোজাম্মেল হক ভাদু। প্রধান অতিথির বক্তব্যকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক এ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু বলেন,ব্যতিক্রমী এ আয়োজন আমাকেসহ ফুটবলপ্রেমী সকল মানুষকে মুগ্ধ করেছে। বাঘা উপজেলা থেকে এমন আয়োজন জাতীয় পর্যায়ে ছড়িয়ে পড়ুক এমন প্রত্যাশা তাদের।
- আরও পড়ুনঃ দেশীয় খনির কয়লা উত্তোলনের উদ্যোগ
বিশেষ অতিথির বক্তব্যকালে, বাঘা পৌরসভার মেয়র আক্কাছ আলী বলেন, শুধু দাশ সম্পদায়ের নয়, এমন আয়োজনে ভিন্ন সম্পদায়ের লোকজনের সাথেও একটা সুসম্পর্ক তৈরি হল। বিশেষ অতিথি ছিলেন পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ, ইউপি সদস্য ফারুক হোসেন।
প্রিন্ট