ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, দেশ ও জনগণের উন্নয়নের শেখ হসিনার সরকারের কোন বিকল্প নেই। তিনি বলেন ফরিদপুর-৪ আসনের জনগণ আজ উন্নয়ন ও জনগনের মূল্যায়নে একজোট হয়েছেন। এখানকার জনগণ এতদিন একজন যোগ্য নেতা খুজছিল। আমি যখন ২০১৪ সালে এমপি নির্বাচিত হই। তখন ৩ থানায় কোন পাকা রাস্তা ছিল না। এমপি-মন্ত্রীদের কেউ চিনত না। আজ পাকা রাস্তা হয়েছে, এমপি জনগণের পাশে থাকে।
তিনি আরো বলেন, আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হসিনা সরকারকে আরো এক বার ক্ষমতায় আনতে হবে। এ জন্য সরকারের জনকল্যানমূলক ও উন্নয়নের বিভিন্ন কর্মকান্ড জনগণের মাঝে প্রচার করতে হবে। তিনি গত সোমবার রাতে সদরপুরের আকটেরচর ইউনিয়নের চেয়ারম্যান আসলাম বেপারীর নেতৃত্বে উক্ত ইউনিয়নের আওয়ালীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সরদরপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল, চরমানাইড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আয়ুব আলী, আওয়ামীলীগ নেতা এ্যাডঃ রফিকুল ইসলামসহ আওয়ামীলীগ ও যুবলীগের শতাধিক নেতাকর্মি।
-ফরিদপুরের সদরপুরে আকটেরচর ইউনিয়নের চেয়ারম্যান আসলাম বেপারীর নেতৃত্বে উক্ত ইউনিয়নের আওয়ালীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের যোগদান অনুষ্ঠানের এমপির বক্তব্যের একাংশ।
প্রিন্ট