ঢাকা , বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএমডিএর অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্তে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন Logo কুষ্টিয়ার সীমান্তে বিজিবি–বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের সৌজন্য সাক্ষাৎ Logo যশোরের মণিরামপুরে শহীদ মুক্তিযোদ্ধা কলেজের সভাপতি হলেন লিটন মোড়ল Logo নাটোরের নলডাঙ্গায় পার্টনার কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত Logo নরসিংদীতে কালী কুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo লোহারটেক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল আলিম আর নেই Logo লালপুরে স্কুলে টিফিনের ফাঁকে গাঁজা বিক্রিকালে মাদক ব্যবসায়ী আটক Logo তানোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারীকে ধর্ষণের চেষ্টা Logo কালাইয়ে অটোভ্যানের সোকাব ভেঙ্গে চালক নিহত Logo টেকনোলজির উন্নয়ন ও সামাজিক অবক্ষয়
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় সৌদি প্রবাসী নিহত

অপি মুন্সীঃ

 

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে একটি যাত্রীবাহী বাসকে পেছন দিক থেকে ধাক্কা দিলে বাবলুর রহমান (৫০) নামে এক সৌদি প্রবাসী বাসযাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৪ মে) ভোর ৪টার দিকে শিবচরের মোল্লার বাজার সংলগ্ন এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে।

.

নিহত বাবলুর রহমান যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মুকুন্দপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরব প্রবাসী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর থেকে সেন্টমার্টিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। পথে বাসটির এসিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক মোল্লার বাজারের কাছে এক্সপ্রেসওয়ের পাশে বাসটি পার্ক করেন।

.

এই সময় অধিকাংশ যাত্রী বাসের বাইরে অবস্থান করছিলেন। হঠাৎ করেই পেছন থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির ট্রাক এসে বাসটিকে সজোরে ধাক্কা দিলে বাসের কাছে দাঁড়িয়ে থাকা বাবলুর রহমান গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

.

শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তমাল সরকার জানান, “নিহত বাবলুর রহমান সৌদি আরব প্রবাসী ছিলেন। আজ সকালে তার ফ্লাইট ছিল। তিনি কর্মস্থলে ফেরার উদ্দেশ্যে ঢাকা যাচ্ছিলেন।”

.

তিনি আরও বলেন, “খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তবে দুর্ঘটনায় আর কেউ আহত হয়নি।”

.

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুতগামী ট্রাকগুলোর নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

বিএমডিএর অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্তে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

error: Content is protected !!

এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় সৌদি প্রবাসী নিহত

আপডেট টাইম : ৭ ঘন্টা আগে
অপি মুন্সী, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :

অপি মুন্সীঃ

 

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে একটি যাত্রীবাহী বাসকে পেছন দিক থেকে ধাক্কা দিলে বাবলুর রহমান (৫০) নামে এক সৌদি প্রবাসী বাসযাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৪ মে) ভোর ৪টার দিকে শিবচরের মোল্লার বাজার সংলগ্ন এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে।

.

নিহত বাবলুর রহমান যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মুকুন্দপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরব প্রবাসী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর থেকে সেন্টমার্টিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। পথে বাসটির এসিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক মোল্লার বাজারের কাছে এক্সপ্রেসওয়ের পাশে বাসটি পার্ক করেন।

.

এই সময় অধিকাংশ যাত্রী বাসের বাইরে অবস্থান করছিলেন। হঠাৎ করেই পেছন থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির ট্রাক এসে বাসটিকে সজোরে ধাক্কা দিলে বাসের কাছে দাঁড়িয়ে থাকা বাবলুর রহমান গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

.

শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তমাল সরকার জানান, “নিহত বাবলুর রহমান সৌদি আরব প্রবাসী ছিলেন। আজ সকালে তার ফ্লাইট ছিল। তিনি কর্মস্থলে ফেরার উদ্দেশ্যে ঢাকা যাচ্ছিলেন।”

.

তিনি আরও বলেন, “খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তবে দুর্ঘটনায় আর কেউ আহত হয়নি।”

.

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুতগামী ট্রাকগুলোর নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।


প্রিন্ট