অপি মুন্সীঃ
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে একটি যাত্রীবাহী বাসকে পেছন দিক থেকে ধাক্কা দিলে বাবলুর রহমান (৫০) নামে এক সৌদি প্রবাসী বাসযাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৪ মে) ভোর ৪টার দিকে শিবচরের মোল্লার বাজার সংলগ্ন এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে।
.
নিহত বাবলুর রহমান যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মুকুন্দপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরব প্রবাসী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর থেকে সেন্টমার্টিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। পথে বাসটির এসিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক মোল্লার বাজারের কাছে এক্সপ্রেসওয়ের পাশে বাসটি পার্ক করেন।
.
এই সময় অধিকাংশ যাত্রী বাসের বাইরে অবস্থান করছিলেন। হঠাৎ করেই পেছন থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির ট্রাক এসে বাসটিকে সজোরে ধাক্কা দিলে বাসের কাছে দাঁড়িয়ে থাকা বাবলুর রহমান গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.
শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তমাল সরকার জানান, “নিহত বাবলুর রহমান সৌদি আরব প্রবাসী ছিলেন। আজ সকালে তার ফ্লাইট ছিল। তিনি কর্মস্থলে ফেরার উদ্দেশ্যে ঢাকা যাচ্ছিলেন।”
.
তিনি আরও বলেন, “খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তবে দুর্ঘটনায় আর কেউ আহত হয়নি।”
.
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুতগামী ট্রাকগুলোর নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।