নড়াইলের ঐতিহ্যবাহী মাইজপাড়া বাজার বনিক সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন আগামী ২৯ জুলাই শনিবার সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
নির্বাচন পরিচালনা করার জন্য মাইজপাড়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নাদের হোসেনকে আহবায়ক করে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
আহবায়ক মোঃ নাদের হোসেন জানান, নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়েছে। যার বিবরনে বলা হয়েছে খসড়া ভোটার তালিকা প্রনয়ন করা হয় ০৬.০৭.২০২৩ রোজ বৃহস্পতিবার, ভোটার তালিকা সংশোধন করা হয় ০৭.০৭.২০২৩ রোজ শুক্রবার। চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ০৯.০৭.২০২৩ রবিবার। মনোনয়নপত্র গ্রহন ও জমাদান ১০.০৭.২০২৩ হতে ১৩.০৭.২০২৩ পর্যন্ত মাইজপাড়া বাজার বনিক সমিতির অফিস কক্ষে। মনোনয়নপত্র প্রত্যাহার ১৪.০৭.২০২৩ রোজ শুক্রবার মাইজপাড়া বাজার বনিক সমিতির অফিস কক্ষে। মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রর্থীর তালিকা প্রকাশ ১৫.০৭.২০২৩ রোজ শনিবার মাইজপাড়া বাজার বনিক সমিতির অফিস কক্ষে। এবং আগামী ২৯ জুলাই শনিবার নির্বাচন ।
আহবায়ক মোঃ নাদের হোসেন আরো জানান, দোকানীদের যাচাই বাছাই করে ৩৬৬ জনের ভোটার তালিকা অনুমোদনের জন্য প্রস্তুত করা হয়েছে। এবং সেটা সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম অনুমোদন করেছেন। উপজেলা সমাজসেবা অফিসার উত্তম সরকার প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন।
ঐতিহ্যবাহী মাইজপাড়া বাজার বনিক সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন উপলক্ষে মাইজপাড়া বাজারের দোকানীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা বিরাজ
করছে।
প্রিন্ট