সুইডেনের রাজধানী স্টকহোমে পবিত্র কোরআন শরীফ পুড়ানোর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ও সংগঠনের আমীর মাওলানা বদরউদ্দিন আহমদের সভাপতিত্বে আজ শুক্রবার বেলা দুইটায় ফরিদপুর শহরের চকবাজার জামে মসজিদের সামনে হতে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেসক্লাবের সামনে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলুশ শুরা’র সদস্য প্রফেসর আঃ তাওয়াব, ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক আব্দুল ওহাব, নায়েবে আমীর ইমতিয়াজ উদ্দিন আহমেদ, সহকারী সেক্রেটারী আবু হারিচ মোল্লা, সহকারী সেক্রেটারী এস এম আবুল বাশার, পৌর শাখার আমীর মাওলানা রফিকুল ইসলাম। এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন- সুইডেন সরকারের পৃষ্ঠপোষকতায় পবিত্র কোরআন শরীফ পোড়ানো হয়েছে। বর্তমান সরকারকে রাষ্টীয় ভাবে এর প্রতিবাদ ও সুইডেনের রাষ্টদূতকে প্রত্যাহার করতে হবে। অন্যথায় কঠোরতর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি জানান তারা।
প্রিন্ট