শনিবার সন্ধায় রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুরে জাগ্রত তরুন সোসাইটি নামক সামাজিক সংগঠন ঈদ পুনর্মিলনী পালন করেছে। এ উপলক্ষে সোসাইটির নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা,প্রবাসীদের জন্য দোয়া ও দু:স্থ এতিম শিশুদের মাঝে পোশাক বিতরন করা হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার ফাহিম ফয়সাল আদর।
সভায় জাগ্রত তরুন সোসাইটি সাধারন সম্পাদক সৌরভ জামান শান্ত,যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হাসান,সাংগঠনিক সম্পাদক রবিন মামুন,হাসিম সরদার,কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম, সাগর শেখ,সমাজ কল্যান সম্পাদক সোহাগ মন্ডল,দপ্তর সম্পাদক তৌসিক আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
জাগ্রত তরুন সোসাইটি সভাপতি ফাহিম ফয়সাল আদর জানান, এ বছর সোসাটির পক্ষ থেকে ৩ শতাধিক দুঃস্থ এতিম শিশুদের মাঝে উন্নত মানের খাবার ও পোশাক বিতরন করা হয়েছে। আগামীতে এর পরিমান বাড়ানো হবে।
প্রিন্ট