ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, খেলাধুলা মানুষের শরীর স্বাস্থ্য ভালো রাখে, পাশাপাশি মানুষের মনমানসিকতা উন্নত করে। সদরপুরে অতিশীঘ্রই শেখ রাসেল আধুনিক স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু করা হবে। আগামীতে খেলাধুলায় যাতে বালক-বালিকারা উৎসাহিত হয় সেজন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অপরদিকে ভাষাণচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সড়ক নির্মাণ কাজের উদ্বোধনী সভায় তিনি বলেন, সদরপুরের সকল রাস্তাঘাট অতিশীঘ্রই পাকাকরণ করা হবে। একটি রাস্তাও কাঁচা থাকবে না। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলেই আমরা উন্নয়ন করতে পারছি। আগামীতে শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনার জন্য সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আজ (শনিবার) বিকেলে সদরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট, বালক (অনুর্ধ-১৭) ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্ট, বালিকা (অনুর্ধ-১৭) উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সদরপুর উপজেলা স্টেডিয়াম মাঠে আয়োজিত খেলায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জামসেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রহিমা খাতুন সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যন, সাংবাদিক, সুশীল সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, উদ্বোধনী খেলায় বালক (অনুর্ধ-১৭) সদরপুর ইউনিয়ন একাদশ চরবিষ্ণুপুর ইউনিয়ন একাদশকে ১-০ গোলে, অপর খেলায় কৃষ্ণপুর ইউনিয়ন একাদশ চরনাছিরপুর ইউনিয়ন একাদশকে ২-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়।
পরে এলজিইডির বরাদ্দে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে ভাষাণচর ইউপি অফিস থেকে বাবুরচর হাট ভায়া যাত্রীছাউনি সড়ক বিসি দ্বারা উন্নয়ন কাজের ফলক উন্মোচন করেন।
প্রিন্ট