ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাগমারা উপজেলা নির্বাচনে এগিয়ে সান্টু Logo বাঘা উপজেলা পরিষদ নির্বাচন এক প্রার্থীর শোডাউন, আরেকজনের প্রত্যাহারের আবেদন Logo নির্বাচনের সুষ্ঠ পরিবেশ না থাকায় ভোট বর্জন ! Logo চিরনিদ্রায় শায়িত হলেন আওয়ামী লীগ নেতা মো: আতিয়ার রহমান মিয়া Logo কালুখালীতে রেশম চাষীদের সমাবেশ Logo ধানকাটাকে কেন্দ্র করে কুমারখালীতে সংঘর্ষ নিহত ১ Logo কালুখালীতে কমরেড অসীত দত্তের ৪৩ তম মৃত্যু বার্ষিক পালিত Logo মাগুরায় রেলপথ নির্মাণ প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেলেন রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম এমপি Logo উপজেলা পরিষদ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে ভেড়ামারায় উপজেলা পরিষদ নির্বাচনে আনসার-ভিডিপি’র ব্রিফিং সভা Logo ঈশ্বরদীতে তাপদাহে লিচুর ফলন বিপর্যয়, বেড়েছে দাম
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

পদ্মার বুক জুড়ে নৌকা বানানোর ধুম

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পদ্মা নদীর বুক জুড়ে এখন চলছে নৌকা বানানোর ধুম। আমাদের দেশ নদী মাতৃকদেশ। মাঝি মাল্লার দেশ। বর্ষার পানিতে যখন নদী থইথই করে, তখন যেন নদীর পাশ ঘেষে জেলেসহ সাধারণ মানুষের এক মিলন মেলায় পরিণত হয়।

ভেড়ামারা পদ্মা নদীর কোল ঘেঁষে বিশাল এলাকাজুড়ে এখন চলছে নৌকা বানানো। এই সময় নৌকার কারিগর নৌকা বানানো নিয়ে ব্যস্ত সময় পার করছে।

প্রতিটি ঘরে বাইছে যেন আনন্দের ঘনঘটা। কে কত বড় নৌকা বানাবেথ সর্বত্র একই কথা। এ যেন এক অন্যরকম অভিজ্ঞতা। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পদ্মা নদীর বুকজুড়ে হার্ডিঞ্জ ব্রিজ ও লালন সেতুর কোলজুড়ে পদ্মা নদীর তীরবর্তী এলাকা মসলেমপুর গ্রামের শরিফুল ইসলাম নৌকা বানানোর অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, নদী যেন আমাদের জীবনসঙ্গী। আর বেঁচে থাকার একমাত্র হাতিয়ার নৌকা। প্রতি বছর বর্ষার সময় এলেই নদীর ক‚লজুড়ে সব মানুষ নৌকা বানানোর প্রতিযোগিতায় নেমে পড়েন।

মোকারিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ জানান.ভেড়ামারার চারপাশ ঘিরেই রয়েছে নদী। রয়েছে চর এলাকা । নদী পার হয়ে যেতে হয় ঐ চর এলাকায়।  এছাড়া ও বেশ কিছু অঞ্চল নিচু। বর্ষায় বেশ কিছু অঞ্চল পানিতে ডুবে যায়।ফলাফল তখন নৌকা হয়ে দাঁড়ায় অনেক প্রয়োজনীয় বস্তু। এই সময়ে নৌকায় করেই রাস্তায় চলাচলসহ বাকি কাজকর্ম করতে হয় এই নিচু অঞ্চলের মানুষদের।

তাই এই সব অঞ্চলগুলোতে বর্ষাকালকে সামনে রেখে বেড়ে যায় বিভিন্ন কাঠমিস্ত্রীদের নৌকা বানানোর ব্যস্ততা। বিভিন্ন ছোট-বড় সাইজের ডিঙি নৌকা বানানোর ধুম পরে যায় এসময়।এই ধরনের নৌকাকে বলা হয় কোষা নৌকা।

নৌকা মিস্ত্রী আজিজুল হক ও উকিল আলী জানান,কোষা নৌকা বানানোর প্রধান উপকরণ হচ্ছে,চাম্বল, মেহগনি, কড়ইসহ অন্যান্য জাতের কাঠ।প্রায় ৪/৫ জন কারিগর মিলে দৈনিক ৩ থেকে ৪টি ডিঙ্গি কোষা তৈরি করতে পারেন।আকার ও সাইজ অনুসারে এসব নৌকার দাম নির্ধারণ করা হয়ে থাকে। কাঠের মান ও আকার অনুসারে রেডিমেট নৌকা সর্বোনি¤œ ৮ হাজার থেকে শুরু করে ১৬ হাজার টাকা পর্যন্ত বিক্রি করা হয়। এছাড়াও ক্রেতাদের চাহিদা অনুযায়ী নৌকা তৈরির অর্ডার নিয়েও বানানো হয়।

 

 

নৌকা বানানো হয়ে গেলেই সবাই একযোগে সাজসাজ রবে আনন্দ আর হৈহুল্লোড়ের মধ্য দিয়ে নদীর পাড় থেকে নৌকা নদীতে নামিয়ে দেয়। যা দেখার জন্য এলাকার নারী, পুরুষ, শিশুসহ নানা বয়সের মানুষ নদীর পাড়ে ভিড় জমায়। এর সঙ্গে যোগদান করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা আনন্দপ্রিয় মানুষ। এই নৌকায় লাল, নীল ও হলুদ পতাকা দিয়ে সাজিয়ে মাঝিরা রওনা হন গভীর নদীতে মাছ ধরতে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

বাগমারা উপজেলা নির্বাচনে এগিয়ে সান্টু

error: Content is protected !!

পদ্মার বুক জুড়ে নৌকা বানানোর ধুম

আপডেট টাইম : ০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পদ্মা নদীর বুক জুড়ে এখন চলছে নৌকা বানানোর ধুম। আমাদের দেশ নদী মাতৃকদেশ। মাঝি মাল্লার দেশ। বর্ষার পানিতে যখন নদী থইথই করে, তখন যেন নদীর পাশ ঘেষে জেলেসহ সাধারণ মানুষের এক মিলন মেলায় পরিণত হয়।

ভেড়ামারা পদ্মা নদীর কোল ঘেঁষে বিশাল এলাকাজুড়ে এখন চলছে নৌকা বানানো। এই সময় নৌকার কারিগর নৌকা বানানো নিয়ে ব্যস্ত সময় পার করছে।

প্রতিটি ঘরে বাইছে যেন আনন্দের ঘনঘটা। কে কত বড় নৌকা বানাবেথ সর্বত্র একই কথা। এ যেন এক অন্যরকম অভিজ্ঞতা। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পদ্মা নদীর বুকজুড়ে হার্ডিঞ্জ ব্রিজ ও লালন সেতুর কোলজুড়ে পদ্মা নদীর তীরবর্তী এলাকা মসলেমপুর গ্রামের শরিফুল ইসলাম নৌকা বানানোর অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, নদী যেন আমাদের জীবনসঙ্গী। আর বেঁচে থাকার একমাত্র হাতিয়ার নৌকা। প্রতি বছর বর্ষার সময় এলেই নদীর ক‚লজুড়ে সব মানুষ নৌকা বানানোর প্রতিযোগিতায় নেমে পড়েন।

মোকারিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ জানান.ভেড়ামারার চারপাশ ঘিরেই রয়েছে নদী। রয়েছে চর এলাকা । নদী পার হয়ে যেতে হয় ঐ চর এলাকায়।  এছাড়া ও বেশ কিছু অঞ্চল নিচু। বর্ষায় বেশ কিছু অঞ্চল পানিতে ডুবে যায়।ফলাফল তখন নৌকা হয়ে দাঁড়ায় অনেক প্রয়োজনীয় বস্তু। এই সময়ে নৌকায় করেই রাস্তায় চলাচলসহ বাকি কাজকর্ম করতে হয় এই নিচু অঞ্চলের মানুষদের।

তাই এই সব অঞ্চলগুলোতে বর্ষাকালকে সামনে রেখে বেড়ে যায় বিভিন্ন কাঠমিস্ত্রীদের নৌকা বানানোর ব্যস্ততা। বিভিন্ন ছোট-বড় সাইজের ডিঙি নৌকা বানানোর ধুম পরে যায় এসময়।এই ধরনের নৌকাকে বলা হয় কোষা নৌকা।

নৌকা মিস্ত্রী আজিজুল হক ও উকিল আলী জানান,কোষা নৌকা বানানোর প্রধান উপকরণ হচ্ছে,চাম্বল, মেহগনি, কড়ইসহ অন্যান্য জাতের কাঠ।প্রায় ৪/৫ জন কারিগর মিলে দৈনিক ৩ থেকে ৪টি ডিঙ্গি কোষা তৈরি করতে পারেন।আকার ও সাইজ অনুসারে এসব নৌকার দাম নির্ধারণ করা হয়ে থাকে। কাঠের মান ও আকার অনুসারে রেডিমেট নৌকা সর্বোনি¤œ ৮ হাজার থেকে শুরু করে ১৬ হাজার টাকা পর্যন্ত বিক্রি করা হয়। এছাড়াও ক্রেতাদের চাহিদা অনুযায়ী নৌকা তৈরির অর্ডার নিয়েও বানানো হয়।

 

 

নৌকা বানানো হয়ে গেলেই সবাই একযোগে সাজসাজ রবে আনন্দ আর হৈহুল্লোড়ের মধ্য দিয়ে নদীর পাড় থেকে নৌকা নদীতে নামিয়ে দেয়। যা দেখার জন্য এলাকার নারী, পুরুষ, শিশুসহ নানা বয়সের মানুষ নদীর পাড়ে ভিড় জমায়। এর সঙ্গে যোগদান করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা আনন্দপ্রিয় মানুষ। এই নৌকায় লাল, নীল ও হলুদ পতাকা দিয়ে সাজিয়ে মাঝিরা রওনা হন গভীর নদীতে মাছ ধরতে।