শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ
কুষ্টিয়ার খোকসা রাজবাড়ী- কুষ্টিয়া মহাসড়কের বড় ধরনের দুর্ঘটনা থেকে রেহাই পেল সাধারণ মানুষ ও এসএসসি পরীক্ষার্থী ।
.
এলাকাবাসীর ও প্রশাসন সূত্রে জানা যায়, কুষ্টিয়ার খোকসা শিমুলিয়া ইউনিয়নের পাইকপাড়া নামক স্থানে কিছুদিন যাবত আশরাফ নামে একজন প্রভাবশালী ব্যক্তি নিজের ঘর নির্মাণ ও রাস্তা তৈরির জন্য মহাসড়কের উপর বালির মাটি ফেলে জনসাধারণ চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে । এতে করে রাজবাড়ী ও কুষ্টিয়ার মহাসড়কে যান চলাচল বিঘ্ন ঘটে ।
.
ইতিমধ্যে করে কিছু মোটরসাইকেল ও শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীরা দুর্ঘটনা কবলে পড়ে । গত ১৩ এপ্রিল দিবাগত রাত্রে স্থানীয়রা খবর দিলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোহাম্মদ আশরাফ আলী ( ৩১) কে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৯৮/৪ এর ধারা অনুসারে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং দুই ঘন্টা সময় বেঁধে দেন রাস্তা থেকে বালি সরানোর জন্য। ওই ব্যক্তি দুই ঘন্টার মধ্যে মহাসড়ক থেকে বালু সরিয়ে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার কে জানান । এর আলোকে গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন ঘটনা স্থল পরিদর্শন করেন ।
.
এ সময় মহাসড়ক থেকে দ্রুত সময়ের মধ্যে বালি অপসারণ করায় উপজেলা প্রশাসনের মানবিক কাজের কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসী । এই সময় উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন স্থানীয় সাংবাদিকদের বলেন এভাবে বালি মাটি ফেলে রাস্তায় চলাচলে বিঘ্ন ঘটালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ প্রক্রিয়া চলমান থাকবে, তিনি এ ব্যাপারে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
.
উল্লেখ্য, বেশ কয়েক মাস আগে রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়কে শিমুলিয়া নামক স্থানে মক্তব থেকে পবিত্র কুরআন শিক্ষা নিয়ে বাড়ি ফেরার পথে ৪ জন মেয়ে শিশু মাইক্রোর বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারায় ।
প্রিন্ট